মাধ্যমিক পরীক্ষায় উল্লেখযোগ্য সাফল্য মালদায়, প্রথম দশে রয়েছে ১৬ মুসলিম

- আপডেট : ১৯ মে ২০২৩, শুক্রবার
- / 8
পুবের কলম, ওয়েবডেস্ক: পরীক্ষা শেষের ৭৬ দিনের মাথায় প্রকাশিত মাধ্যমিকের ফল। রাজ্য সরকার, সহ মাধ্যমিকে যুক্ত সমস্ত দফতরের কর্মীদের কৃতজ্ঞতা জানিয়ে মাধ্যমিকের ফল ঘোষণা করলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ বন্দ্যোপাধ্যায়। সাংবাদিক বৈঠকে পর্ষদ সভাপতি জানালেন, এবছরের মোট পরীক্ষার্থীর সংখ্যা ৬ লক্ষ ৪২ হাজার ৩২১ ছিল। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫ লক্ষ ৬৫ হাজার ৪২৮ জন। পাশের হার ৮৬.১৫ শতাংশ। যা গতবারের তুলনায় সামান্য কম। পাশের হারের নিরিখে প্রথম স্থানে পূর্ব মেদিনীপুর। ৬৯০ পেয়ে তৃতীয় স্থানে তিনজন।
মধ্য শিক্ষা পর্ষদ সাংবাদিক সম্মেলনে প্রথম দশ জনের মেধা তালিকা প্রকাশ পেয়েছে। সেই তালিকায় স্থান পেয়েছে ১১৮ জন। এর মধ্যে রয়েছে ১৬ মুসলিম। তাদের মধ্যে পাঁচ জন ছাত্রী। তবে মুসলিম ছাত্রদের সবচেয়ে বেশি সাফল্য এসেছে মালদার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির থেকে। মুসলিম ছাত্রদের মধ্যে সবার শীর্ষে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির, মালদার ছাত্র দ্বিতীয় স্থানাধিকারী রিফাত হাসান সরকার। তার প্রাপ্ত নম্বর ৬৯১। আর ছাত্রীদের মধ্যে শীর্ষে কাটোয়া দুর্গা দাসী চৌধুরানী গার্লস স্কুলের ছাত্রী সামরিন আখতার। তার প্রাপ্ত নম্বর ৬৮৬।
মাধ্যমিকে প্রথম দশে স্থানাধিকারীরা হল, দ্বিতীয় রিফাত হাসান সরকার (৬৯১), রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির, মালদা, তৃতীয় সারওয়ার ইমতিয়াজ (৬৯০), রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির, মালদা, মাহির হাসান (৬৯০), রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির, মালদা, পঞ্চম দেখ সারি ওয়াসিফ (৬৮৮), বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুল, বড় রায়হান আবেদিন (৬৮৭), রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির, মালদা, সপ্তম সামরিন আখতার (৬৮৬), কাটোয়া দুর্গা দাসী চৌধুরানী গার্লস স্কুল, গোলাম মাসুদ বিশ্বাস (৬৮৬), মোজামপুর এইচ এস বি বি হাই ভল (মালদা), সেখ আযান রশিদ (৬৮৬), রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির, মালদা, ফাহিম আনিস (৬৮৬), রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির, মালদা, অষ্টন সেখ আফিফ লেহিন (৬৮৫), বর্তমান সিএমএস হাই স্কুল, ফারহিন আকতার (৬৮৫), সুজাপুর হাই স্কুল, আলি (৬৮৫), সুজাপুর হাই স্কুল, নরম সবনম পারভিন (৬৮৪), সুলতানপুর তুলসীদান বিদ্যামন্দির (পূর্ব বর্ধমান), দশম রাফিদ রানা লক্ষর (৩৮৩), নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, সুজাপুর হাই স্কুল, মাহাফুজ আলম (৬৮:৩), নাজিরপুর হাই স্কুল, কালিয়াচক।
আল আমিন মিশনের মেধাবি ছাত্র মাহাফুজ আলম এবছর মাধ্যমিক পরীক্ষায় আকর্ষণীয় নাম্বার পেয়ে মেধা তালিকায় স্থান করে নিয়েছে।