SIR-এর কাজ সেরে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল BLO-র
- আপডেট : ২১ নভেম্বর ২০২৫, শুক্রবার
- / 22
পুবের কলম, ওয়েবডেস্ক: কোচবিহারে ভয়াবহ পথদুর্ঘটনায় মৃত্যু হলো এক বুথ লেভেল অফিসারের (BLO)। এসআইআর-এর কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন ললিত অধিকারী। ফেরার পথেই ঘটে বিপদ। মাথাভাঙার পঞ্চানন উড়ালপুলের কাছে দু’চাকায় ধাক্কা মারে একটি পিকআপ ভ্যান। গুরুতর জখম অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। শেষে কোচবিহারেরই একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর।
শীতলকুচি ব্লকের গোঁসাইয়েরহাট বড় ধাপরা চাঁদরা এলাকার বাসিন্দা ললিত অধিকারী এখন থাকতেন মাথাভাঙার ময়নাতলি মোড়ে। শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন মহিষমুড়ি শিয়ালডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে। পরিবারে স্ত্রী ও দুই ছেলে রয়েছে। পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ২০৫ নম্বর বুথে SIR-এর কাজ সেরে মোটরবাইকে মাথাভাঙার বাড়িতে ফিরছিলেন ললিত। সেই সময়ই ঘটে দুর্ঘটনা। কীভাবে ঘটনাটি ঘটল, তা পরিবার জানে না। শুধু ফোনে দুর্ঘটনার খবর পেয়েছিলেন তাঁরা। ছুটে এসে প্রথমে মাথাভাঙা মহকুমা হাসপাতালে যান। পরে সেখান থেকে তাঁকে কোচবিহারের বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শেষ পর্যন্ত প্রাণ বাঁচানো যায়নি এই BLO-এর।






































