২৭ ডিসেম্বর ২০২৫, শনিবার, ১১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

খসড়া ভোটার তালিকায় নাম নেই পরিবারের, SIR শুনানিতে ডাকা হল তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের মা–বোন–ছেলেদের

 

খসড়া ভোটার তালিকায় নাম না থাকায় SIR শুনানিতে ডাকা হয়েছে তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের পরিবারের একাধিক সদস্যকে। লোকসভায় তৃণমূলের চিফ হুইপ কাকলির ৯০ বছর বয়সি মা ইরা মিত্র, দুই ছেলে চিকিৎসক বিশ্বনাথ ও বৈদ্যনাথ দস্তিদার এবং ছোট বোন পিয়ালি মিত্রকে শুনানিতে হাজির হতে বলা হয়েছে। কাকলির দুই ছেলে কলকাতার ভোটার হওয়ায় তাঁদের সেখানে, আর মা ও বোনকে উত্তর ২৪ পরগনার বারাসত ২ নম্বর ব্লকে শুনানিতে উপস্থিত থাকতে বলা হয়েছে।
এই ঘটনায় রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছেন কাকলি ঘোষ দস্তিদার। তিনি সরাসরি বিজেপি ও নির্বাচন কমিশনকে নিশানা করে বলেন, দীর্ঘদিন ভোট দেওয়া বৈধ নাগরিকদের নাম উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাদ দেওয়া হচ্ছে। বিষয়টি ঘিরে রাজ্য রাজনীতিতে শোরগোল শুরু হয়েছে।
উল্লেখ্য, SIR-এর খসড়া তালিকা প্রকাশের পর প্রাথমিকভাবে ৩২ লক্ষ ভোটারকে শুনানিতে ডাকা হয়েছে। শুনানি শেষে আগামী ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষারঝড়, বাতিল ও বিলম্বিত হাজারো ফ্লাইট

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

খসড়া ভোটার তালিকায় নাম নেই পরিবারের, SIR শুনানিতে ডাকা হল তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের মা–বোন–ছেলেদের

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৫, শনিবার

 

খসড়া ভোটার তালিকায় নাম না থাকায় SIR শুনানিতে ডাকা হয়েছে তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের পরিবারের একাধিক সদস্যকে। লোকসভায় তৃণমূলের চিফ হুইপ কাকলির ৯০ বছর বয়সি মা ইরা মিত্র, দুই ছেলে চিকিৎসক বিশ্বনাথ ও বৈদ্যনাথ দস্তিদার এবং ছোট বোন পিয়ালি মিত্রকে শুনানিতে হাজির হতে বলা হয়েছে। কাকলির দুই ছেলে কলকাতার ভোটার হওয়ায় তাঁদের সেখানে, আর মা ও বোনকে উত্তর ২৪ পরগনার বারাসত ২ নম্বর ব্লকে শুনানিতে উপস্থিত থাকতে বলা হয়েছে।
এই ঘটনায় রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছেন কাকলি ঘোষ দস্তিদার। তিনি সরাসরি বিজেপি ও নির্বাচন কমিশনকে নিশানা করে বলেন, দীর্ঘদিন ভোট দেওয়া বৈধ নাগরিকদের নাম উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাদ দেওয়া হচ্ছে। বিষয়টি ঘিরে রাজ্য রাজনীতিতে শোরগোল শুরু হয়েছে।
উল্লেখ্য, SIR-এর খসড়া তালিকা প্রকাশের পর প্রাথমিকভাবে ৩২ লক্ষ ভোটারকে শুনানিতে ডাকা হয়েছে। শুনানি শেষে আগামী ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।