এখন পর্যন্ত পাওয়া তথ্যে রাজ্যের এসআইআরে বাদ পড়ছে অন্তত ১০ লক্ষ নাম, ৬.৫ লক্ষ মৃত
- আপডেট : ২৫ নভেম্বর ২০২৫, মঙ্গলবার
- / 190
রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এ আপাতত অন্তত ১০ লক্ষ ভোটারের নাম বাদ পড়তে চলেছে বলে প্রাথমিক হিসাব জানাল নির্বাচন কমিশন। বুথ লেভেল অফিসারদের (বিএলও) বাড়ি বাড়ি সমীক্ষায় পাওয়া তথ্যের ভিত্তিতেই এই সংখ্যা ধরা হয়েছে। কমিশন সূত্রে খবর, প্রতিদিনই নতুন তথ্য আসছে। সব এনুমারেশন ফর্ম জমা পড়লে বাদ পড়ার প্রকৃত সংখ্যা আরও বাড়বে বলেই নিশ্চিত প্রশাসন।
এই ১০ লক্ষ নামের মধ্যে অন্তত ৬.৫ লক্ষ মৃত ভোটার। এছাড়া রয়েছেন স্থানান্তরিত, নিরুদ্দেশ এবং একাধিক জায়গায় নাম থাকা ভোটাররা। শতাংশের বিচারে উত্তর কলকাতায় বাদ পড়ার হার সবচেয়ে বেশি।
২৪ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত রাজ্যে ৯৯.৭৫ শতাংশ, অর্থাৎ ৭ কোটি ৬৪ লক্ষের বেশি এনুমারেশন ফর্ম বিলি হয়েছে। ইতিমধ্যে ৪ কোটির বেশি ফর্ম ডিজিটাইজ় করা হয়েছে। আগামী ৯ ডিসেম্বর প্রকাশ পাবে খসড়া ভোটার তালিকা, তখনই জানা যাবে মোট কত নাম বাদ পড়ল ২০২৫ সালের ২৭ অক্টোবরের তালিকা থেকে।



























