পর্যটনকে ডিজিটাল বান্ধব করতে আনা হচ্ছে স্মার্ট মোবাইল অ্যাপ

- আপডেট : ২৩ জুলাই ২০২৫, বুধবার
- / 13
পুবের কলম প্রতিবেদক: পর্যটনের তথ্য হাতের নাগালে পেতে নতুন পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ পর্যটন দফতরের তরফে একটি পূর্ণাঙ্গ ট্যুরিস্ট ফেসিং মোবাইল অ্যাপ তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। রাজ্যজুড়ে ভ্রমণকে সুলভ, সুশৃঙ্খল এবং পর্যটক বান্ধব করে তুলতে আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে এই উদ্যোগ নেওয়া হল।
নতুন এই অ্যাপটি হবে ডিজিটাল সহযাত্রী। দেশের ও বিদেশের পর্যটকদের জন্য রাজ্যের ভ্রমণ অভিজ্ঞতা আরও স্বচ্ছ, বোধগম্য এবং রিয়েল টাইম আপডেট করে তুলবে এই অ্যাপ। থাকবে গন্তব্য ভিত্তিক তথ্য, যাত্রাপথ পরিকল্পনা, জরুরি সহায়তা এবং উৎসবকালীন বিশেষ ফিচারও মিলবে এই অ্যাপে।
দুর্গাপুজোর মতো বৃহৎ উৎসবের কথা মাথায় রেখেই উৎসব ভিত্তিক বিশেষ মডিউল তৈরি করা হয়েছে। পুজোর সময পর্যটকরা কোথায় কোন প্যান্ডেলে যাবে, কখন কী অনুষ্ঠান, কোথাও বেশি ভিড়, কোন রুট ফাঁকা সেসব তথ্য মিলবে এখানে। ট্রাফিক অ্যাডভাইসরি এবং ভিড়ের লাইভ আপডেট মিলবে।
বাংলা, ইংরেজি, হিন্দিতে মিলবে পরিষেবা। অফলাইনেও থাকবে গুরুত্বপূর্ণ তথ্য। সেই সঙ্গে অন্য অ্যাপের সঙ্গে সংযুক্ত করে বুকিং করার সুযোগ থাকবে এই অ্যাপে। পর্যটকদের সুরক্ষা নিশ্চিত করতে থাকবে এসওএস ফিচার ও চব্বিশ ঘণ্টার চ্যাটবট থাকবে। যে কোনও জরুরি সমস্যা থাকলে সমাধান মিলবে অ্যাপেই।