পুবের কলম ওয়েবডেস্ক: আচমকাই অসুস্থ রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়। বুকে ব্যথা জনিত কারণে সোমবার তাঁকে দক্ষিণ কলকাতার উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সূত্রের খবর অনুসারে, রবিবার সন্ধ্যা থেকেই তাঁর বুকে ব্যাথা শুরু হয়। ঘামতে শুরু করেন মন্ত্রী। আর তাই কোনওরকম ঝুঁকি না নিয়ে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসাপাতালের তরফে প্রেস বিবৃতিতে দিয়ে জানানো হয়, কার্ডিওলজিস্ট সরোজ মণ্ডল ও ফিজিশিয়ন সপ্তর্ষি বসুর অধীনে চিকিৎসাধীন বাবুল সুপ্রিয়। রবিবার সন্ধ্যায় আচমকাই অস্বস্তিবোধ করছিলেন বাবুল, এরপর বুকে ব্যাথার সমস্যার কথা জানান। প্রচণ্ড ঘামছিলেন মন্ত্রী, দেরি না করে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে।
চিকিৎসকরা আরও জানিয়েছেন, এই মুহূর্তে কোনওরকম বাইপাস সার্জারির দরকার নেই। তবে তাঁকে পর্যবেক্ষণে রাখতে হবে। আরও কয়েকদিন পর্যবেক্ষণে রাখার পর তাঁকে ছাড়া যাবে। আর কিছুদিন বিশ্রামে থাকতে হবে পর্যটন মন্ত্রীকে।































