বিমানবন্দর থেকে গভীর রাতেও মিলবে শহরতলীর বাস, উদ্যোগী প্রশাসন

- আপডেট : ১৮ জুন ২০২৩, রবিবার
- / 77
পুবের কলম প্রতিবেদক: অনেকেই অভিযোগ করছিলেন যে, কলকাতা বিমানবন্দর থেকে বাড়ি ফেরার জন্য রাতে বাস পাওয়া যায় না। রাতের দিকে ফ্লাইট ধরার জন্যেও বাস না পাওয়ার অভিযোগ রয়েছে। সেই সমস্যা যাতে না হয় তার জন্য উদ্যোগী হল প্রশাসন। এবার থেকে রাতের দিকেও মিলবে বাস পরিষেবা। সবকিছু ঠিক থাকলে আগামী সোমবার থেকেই নয়া পরিষেবা মিলবে বলে খবর।
জানা গিয়েছে, সন্ধ্যার পরেই এয়ারপোর্ট থেকে বাস উধাও হয়ে যাচ্ছিল। এমনকী, এয়ারপোর্ট থেকে পর্যাপ্ত ট্যাক্সিও মিলছিল না। ফলে সমস্যায় পড়ছিলেন সাধারণ যাত্রীরা। তারপর বিধাননগর পুলিশ ও রাজ্যের পরিবহণ দফতর বিশেষভাবে উদ্যোগী হয়েছে। আগামী সোমবার থেকে রাত ১০ টার পর থেকে গভীর রাত পর্যন্ত মিলবে এসি বাস পরিষেবা। আপতত ঠিক হয়েছে, এয়ারপোর্ট থেকে হাওড়া এবং এয়ারপোর্ট থেকে টালিগঞ্জ পর্যন্ত এসি-বা চলবে। এয়ারপোর্ট থেকে গড়িয়া, গল্ফগ্রিন, ধর্মতলা ইত্যাদির যেসব বাস রয়েছে তা রাত সাড়ে আটটার পরে চলে না। ফলে পরের ফ্লাইটে আসা-যাওয়াকারী যাত্রীদের সমস্যায় পড়তে হচ্ছে।
এ দিকে শহর ও শহরতলীর মধ্যে চলাচলকারী এসি বাস নিয়ে সাধারণ যাত্রীদের অনেক অভিযোগ সামনে আসছে। অনেকেই দাবি করছেন- বাসে এসি ঠিকমতো চলে না। কোথাও কোথাও বাসে পাখাও থাকছে না। ফলে বেশি টাকা দিয়েও পরিষবা মিলছে না বলে অভিযোগ। এ নিয়ে অবশ্য কর্তৃপক্ষকে জানানোর পরেই দায় সারছে বাস কন্ডাক্টর বা চালকরা।