২৯ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

দেশের প্রথম বেসরকারি রকেট বিক্রম-এস-এর সফল উৎক্ষেপণ

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৫ নভেম্বর ২০২২, মঙ্গলবার
  • / 14

 

 

আরও পড়ুন: সফল উৎক্ষেপণ হল ‘কুইক রিঅ্যাকশন সারফেস টু এয়ার মিসাইলের’

পুবের কলম ওয়েবডেস্ক: চলছিল প্রস্তুতি, মঙ্গলবার উৎক্ষেপণ করা  হল দেশের প্রথম বেসকারি রকেট বিক্রম- এস এর। স্কাইরুট অ্যারোস্পেসের এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে প্রারম্ভ। শ্রীহরিকোটায় ইসরোর লঞ্চিং গ্রাউন্ড থেকেই উৎক্ষেপিত হয় এই রকেট।মহাকাশ গবেষণার ইতিহাসে এই রকেট এক যুগান্তকারী অধ্যায় শুরু করবে বলেই মত সংস্থার আধিকারিকদের।
২০২০ সাল থেকে মহাকাশ গবেষণায় বেসরকারি সংস্থাগুলিকে অংশগ্রহণ করার অনুমতি দেওয়া হয়। হায়দরাবাদের সংস্থা স্কাইরুট এরোস্পেসের তরফে এই রকেট বানানো হয়েছে।

আরও পড়ুন: হাইস্পিড এক্সপেন্ডিবল এরিয়াল টার্গেট “ অভ্যাস” -এর সফল উৎক্ষেপণ, ডিআরডিও বিজ্ঞানীদের অভিনন্দন জানালেন রাজনাথ

 

বিক্রম-এস নামের এই রকেটটি আগামী ১২ থেকে ১৬ নভেম্বরের মধ্যে উৎক্ষেপণ করার কথা আগেই ছিল সেই মোতাবেক মঙ্গলবার ১৫ নভেম্বর উৎক্ষেপণ করা হল বিক্রম- এস এর । কিন্তু আবহাওয়ার কথা মাথায়  রেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈজ্ঞানিক বিক্রম সারাভাইয়ের নামে এই রকেটের নামকরণ করা হয়েছে। স্কাইরুট এরোস্পেসের চিফ অপারেটিং অফিসার নাগা ভরত ডাকা বলেছেন, “বিক্রম-এস রকেটটি কক্ষপথের নির্দিষ্ট একটি অংশে কার্যকরী হতে পারে। একসঙ্গে তিন ধরণের যন্ত্র উৎক্ষেপণ করতে পারে এই রকেট। প্রথমবার এই রকেট উৎক্ষেপণ করে আমরা গুণমান যাচাই করে নিতে চাইছি। আগামী দিনে বিক্রম সিরিজের আরও রকেট উতক্ষেপণ করার ইচ্ছা রয়েছে।” ব্যবসায়িক উপগ্রহগুলি মহাকাশে পাঠানোর জন্যই মূলত রকেট বানাবে এই সংস্থা।

স্কাইরুট অ্যারোস্পেসের তরফ থেকে জানানো হয়েছে এই রকেটে ব্যবহৃত ৩ডি ক্রায়োজেনিক ইঞ্জিন সাধারণ ক্রায়োজেনিক ইঞ্জিনের চেয়ে বেশি নির্ভরযোগ্য। এটি ৩০% থেকে ৪০% বেশি সস্তা বলে দাবি নির্মাতাদের। ১৫ জন তরুণ বিজ্ঞানী কাজ করেছেন পুরো প্রজেক্টে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দেশের প্রথম বেসরকারি রকেট বিক্রম-এস-এর সফল উৎক্ষেপণ

আপডেট : ১৫ নভেম্বর ২০২২, মঙ্গলবার

 

 

আরও পড়ুন: সফল উৎক্ষেপণ হল ‘কুইক রিঅ্যাকশন সারফেস টু এয়ার মিসাইলের’

পুবের কলম ওয়েবডেস্ক: চলছিল প্রস্তুতি, মঙ্গলবার উৎক্ষেপণ করা  হল দেশের প্রথম বেসকারি রকেট বিক্রম- এস এর। স্কাইরুট অ্যারোস্পেসের এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে প্রারম্ভ। শ্রীহরিকোটায় ইসরোর লঞ্চিং গ্রাউন্ড থেকেই উৎক্ষেপিত হয় এই রকেট।মহাকাশ গবেষণার ইতিহাসে এই রকেট এক যুগান্তকারী অধ্যায় শুরু করবে বলেই মত সংস্থার আধিকারিকদের।
২০২০ সাল থেকে মহাকাশ গবেষণায় বেসরকারি সংস্থাগুলিকে অংশগ্রহণ করার অনুমতি দেওয়া হয়। হায়দরাবাদের সংস্থা স্কাইরুট এরোস্পেসের তরফে এই রকেট বানানো হয়েছে।

আরও পড়ুন: হাইস্পিড এক্সপেন্ডিবল এরিয়াল টার্গেট “ অভ্যাস” -এর সফল উৎক্ষেপণ, ডিআরডিও বিজ্ঞানীদের অভিনন্দন জানালেন রাজনাথ

 

বিক্রম-এস নামের এই রকেটটি আগামী ১২ থেকে ১৬ নভেম্বরের মধ্যে উৎক্ষেপণ করার কথা আগেই ছিল সেই মোতাবেক মঙ্গলবার ১৫ নভেম্বর উৎক্ষেপণ করা হল বিক্রম- এস এর । কিন্তু আবহাওয়ার কথা মাথায়  রেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈজ্ঞানিক বিক্রম সারাভাইয়ের নামে এই রকেটের নামকরণ করা হয়েছে। স্কাইরুট এরোস্পেসের চিফ অপারেটিং অফিসার নাগা ভরত ডাকা বলেছেন, “বিক্রম-এস রকেটটি কক্ষপথের নির্দিষ্ট একটি অংশে কার্যকরী হতে পারে। একসঙ্গে তিন ধরণের যন্ত্র উৎক্ষেপণ করতে পারে এই রকেট। প্রথমবার এই রকেট উৎক্ষেপণ করে আমরা গুণমান যাচাই করে নিতে চাইছি। আগামী দিনে বিক্রম সিরিজের আরও রকেট উতক্ষেপণ করার ইচ্ছা রয়েছে।” ব্যবসায়িক উপগ্রহগুলি মহাকাশে পাঠানোর জন্যই মূলত রকেট বানাবে এই সংস্থা।

স্কাইরুট অ্যারোস্পেসের তরফ থেকে জানানো হয়েছে এই রকেটে ব্যবহৃত ৩ডি ক্রায়োজেনিক ইঞ্জিন সাধারণ ক্রায়োজেনিক ইঞ্জিনের চেয়ে বেশি নির্ভরযোগ্য। এটি ৩০% থেকে ৪০% বেশি সস্তা বলে দাবি নির্মাতাদের। ১৫ জন তরুণ বিজ্ঞানী কাজ করেছেন পুরো প্রজেক্টে।