আমেরিকার আধিপত্যবাদী নীতি ও ষড়যন্ত্র মোকাবেলায় মুসলিম বিশ্বের ঐক্যই একমাত্র কার্যকর পথ—এমন মন্তব্য করেছেন ইরানের বিশিষ্ট সুন্নি আলেম ও বিশেষজ্ঞ পরিষদে কুর্দিস্তান প্রদেশের জনগণের প্রতিনিধি মামোস্তা ফায়েক্ব রোস্তামি। পার্সটুডেকে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার নামে ওয়াশিংটন অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অজুহাত খোঁজে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘ইরানকে বাঁচানোর’ দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উল্লেখ করে রোস্তামি বলেন, যুক্তরাষ্ট্রের নেতৃত্বই আজ আধিপত্যবাদী নীতির প্রধান চালিকাশক্তি। তিনি আফগানিস্তান, ইরাক, সিরিয়া-সহ বিভিন্ন দেশে মার্কিন হস্তক্ষেপের উদাহরণ তুলে ধরে বলেন, ইরানি জনগণ কখনও বিদেশি হস্তক্ষেপ মেনে নেবে না।
একই সুরে আসালুইয়ার সুন্নিদের জুমার নামাজের ইমাম শেখ ইব্রাহিম মোহাম্মদী বলেন, বিভেদ দূর করে কুরআন ও রাসূলের (সা.) সুন্নাহ অনুসরণই মুসলিমদের ঐক্য সুদৃঢ় করার শ্রেষ্ঠ উপায়।





























