১৩ জানুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
নবজাতকের জন্মের কয়েক ঘন্টার মধ্যেই মৃত্যুকে ঘিরে উত্তেজনা; ভাঙচুর বসিরহাট জেলা হাসপাতালে
পুবের কলম প্রতিবেদক, বসিরহাটঃ নবজাতকের জন্মের পর কয়েক ঘন্টা কাটতে না কাটতেই মৃত্যুর সংবাদ আসায় উত্তেজনা ও ভাঙচুরের ঘটনা ঘটলো বসিরহাট জেলা হাসপাতালে।বসিরহাট মহকুমার হাড়োয়া থানার পুকুরিয়া গ্রামের বাসিন্দা রেজাউল মন্ডলের স্ত্রী রেশমা বিবি রবিবার প্রসব যন্ত্রণা নিয়ে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি হন। সোমবার রাতে তিনি এক পুত্র সন্তানের জন্ম দেন। পরিবারের লোকেদের অভিযোগ, শিশু জন্মানোর পর থেকে একবারও তাদের সামনে আনা হয়নি। তাদের পুত্র সন্তানের মুখও দেখানো হয়নি। মঙ্গলবার সকালে হাসপাতালে কর্মীরা বাড়ির লোককে জানান, তাদের নবজাতক পুত্র সন্তানের মৃত্যু হয়েছে। তখনই ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা। তাদের অভিযোগ শিশুপুত্রকে একবারও তাদের সামনে আনা হয়নি। তারপরে হঠাৎ করে মৃত্যুর সংবাদ দেওয়া হয়, যা যথেষ্টই সন্দেহজনক।



















