১৬ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :

গুজরাটে কাজে গিয়ে নিখোঁজ সন্দেশখালীর যুবক
পুবের কলম প্রতিবেদক, বসিরহাট: ভিন রাজ্যে কাজে গিয়ে নিখোঁজ সুন্দরবনের যুবক। নিখোঁজ হয়েছে বছর তেইশের যুবক তপোব্রত মণ্ডল। বসিরহাটের সন্দেশখালি থানার

পুরীর সমুদ্রে নিখোঁজ বসিরহাটের যুবক
ইনামুল হক, বসিরহাটঃ স্নান করতে নেমেছিল দাদা, ভাই ও বন্ধু। দাদা ও বন্ধু ঢেউ সামলে তীরে ফিরতে পারলেও জলোচ্ছ্বাসে সমুদ্রের মাঝখানে হারিয়ে গেল ভাই। মর্মান্তিক এই ঘটনা ঘটলো পুরীর সমুদ্রে বেড়াতে গিয়ে। বসিরহাট থানার বসিরহাট পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাছারী পাড়ার ভট্টাচার্য্য পরিবারের দুই ছেলে ও তাদের এক বন্ধু বেড়াতে গিয়েছিল পুরীতে। মঙ্গলবার সকালে পুরী পৌঁছে হোটেলে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর দুপুর দেড়টা নাগাদ বাড়ির দুই সদস্য বছর ২৮ এর সৌরভ ভট্টাচার্য্য, বছর ২১ এর কলেজের প্রথম বর্ষের ছাত্র সঞ্জু ভট্টাচার্য্য ও তাদের বন্ধু শাহিন সমুদ্র সৈকতে স্নান করতে নেমেছিল। সেই সময় সঞ্জু ভট্টাচার্য্য সমুদ্র প্রবল জলোচ্ছ্বাসে তলিয়ে যায়। কোনরকমে প্রাণে বেঁচে ফেরে দাদা সৌরভ ও বন্ধু শাহিন।