০৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তীব্র উত্তেজনা, ক্যাম্পাসে আক্রান্ত শিক্ষামন্ত্রী

কিবরিয়া আনসারি
- আপডেট : ১ মার্চ ২০২৫, শনিবার
- / 23
পুবের কলম, ওয়েবডেস্ক: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আক্রান্ত শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ইতিমধ্যে শিক্ষামন্ত্রীকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ব্রাত্য বসু। সেখানেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে বাম ছাত্র সংগঠনের ছাত্র-ছাত্রীরা। এমনকি মন্ত্রী গাড়ির চাকায় হাওয়া খুলে দেওয়া হয় বলে অভিযোগ। এক পর্যায়ে ছাত্ররা গাড়ির বোনেটে উঠে বিক্ষোভ দেখাতে শুরু করে। উত্তপ্ত পরিস্থিতিতে শিক্ষামন্ত্রীকে হেনস্থা করা হয়, তাতেই অসুস্থ হয়ে পড়েন বসু।