০৩ অগাস্ট ২০২৫, রবিবার, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ভয়াবহ বাস দুর্ঘটনা পাকিস্তানে, মৃত কমপক্ষে ১৯ , আহত ১১

ইমামা খাতুন
  • আপডেট : ৩ জুলাই ২০২২, রবিবার
  • / 70

পূবের কলম ওয়েবডেস্কঃ দক্ষিণ-পশ্চিম পাকিস্তানের বালোচিস্তানে ভয়াবহ দুর্ঘটনায় কমপক্ষে ১৯ জন প্রাণ হারালেন। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে আরও ১১ জন। রবিবার সকালে প্রায় ১০০ ফুট খাদের নীচে পড়ে যায় বাসটি। দুর্ঘটনার সময় বাসটি ইসলামাবাদ থেকে কোয়েট্টার দিকে যাচ্ছিল। মূলত দুর্গম এলাকায় উদ্ধারকারীদের পৌঁছতে দেরি হলেও আপাতত উদ্ধারকাজ শুরু হয়ে গেছে।

সূত্রের খবর, মোট ৩০ জন যাত্রী নিয়ে বাসটি কোয়েট্টার দিকে যাচ্ছিল।আর তারপরেই দুর্ঘটনার শিকার হয় বাসটি। বৃষ্টিভেজা রাস্তায় হঠাৎ করেই গাড়ির স্পিড বাড়িয়ে দেয় চালক। গাড়ির চাকা পিছলে গিয়ে খাদে গিয়ে পড়ে ঘটে যায় এই বিপত্তি।

আরও পড়ুন: পাকিস্তানে সেনা কনভয়ে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত কমপক্ষে ১৩ জওয়ান

স্থানীয় পুলিশ প্রশাসন সূত্রে খবর, দুর্গম রাস্তায় জোরে গাড়ি চালানোর ফলে গাড়ির চাকা পিছলে গিয়েই এই দুর্ঘটনা ঘটে। ঘটনায় শোকপ্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

আরও পড়ুন: এবার পাকিস্তানের পারমাণবিক কর্মসূচিতে নজর ইসরাইলের

স্থানীয় পুলিশ কমিশনার মেহতাব শাহ জানিয়েছেন, উদ্ধার হওয়া দেহ গুলির সনাক্তকরণ প্রক্রিয়ার কাজ চলছে। আর যাদের জীবিত উদ্ধার করা হয়েছে, তাঁদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায়, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন তারা। আহতদের যত দ্রুত সম্ভব চিকিৎসা দেওয়ার কথা ঘোষণা করেছেন পাক প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: পাকিস্তানকে কাছে টেনে ইরানের ওপর চাপ বাড়াতে চাইছে আমেরিকা 

উল্লেখ্য, দিনের পর দিন পথ দুর্ঘটনার সংখ্যা বেড়েই চলেছে পাকিস্তানে। মাস খানেক আগে এমন এক দুর্ঘটনায় খাদে পড়ে নিহত হয়েছে ২২ জন। সেখানেও বাস চালকের বেপরোয়া গতি বৃদ্ধির জন্যেই এমন দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে। তবে পাহাড়ি রাস্তায় বারংবার এমন দুর্ঘটনার পরেও পাক প্রশাসন থেকে তেমন কোনও কড়া পদক্ষেপ কেন নেওয়া হয়নি তা নিয়ে প্রশ্ন করছে আম জনতা।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভয়াবহ বাস দুর্ঘটনা পাকিস্তানে, মৃত কমপক্ষে ১৯ , আহত ১১

আপডেট : ৩ জুলাই ২০২২, রবিবার

পূবের কলম ওয়েবডেস্কঃ দক্ষিণ-পশ্চিম পাকিস্তানের বালোচিস্তানে ভয়াবহ দুর্ঘটনায় কমপক্ষে ১৯ জন প্রাণ হারালেন। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে আরও ১১ জন। রবিবার সকালে প্রায় ১০০ ফুট খাদের নীচে পড়ে যায় বাসটি। দুর্ঘটনার সময় বাসটি ইসলামাবাদ থেকে কোয়েট্টার দিকে যাচ্ছিল। মূলত দুর্গম এলাকায় উদ্ধারকারীদের পৌঁছতে দেরি হলেও আপাতত উদ্ধারকাজ শুরু হয়ে গেছে।

সূত্রের খবর, মোট ৩০ জন যাত্রী নিয়ে বাসটি কোয়েট্টার দিকে যাচ্ছিল।আর তারপরেই দুর্ঘটনার শিকার হয় বাসটি। বৃষ্টিভেজা রাস্তায় হঠাৎ করেই গাড়ির স্পিড বাড়িয়ে দেয় চালক। গাড়ির চাকা পিছলে গিয়ে খাদে গিয়ে পড়ে ঘটে যায় এই বিপত্তি।

আরও পড়ুন: পাকিস্তানে সেনা কনভয়ে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত কমপক্ষে ১৩ জওয়ান

স্থানীয় পুলিশ প্রশাসন সূত্রে খবর, দুর্গম রাস্তায় জোরে গাড়ি চালানোর ফলে গাড়ির চাকা পিছলে গিয়েই এই দুর্ঘটনা ঘটে। ঘটনায় শোকপ্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

আরও পড়ুন: এবার পাকিস্তানের পারমাণবিক কর্মসূচিতে নজর ইসরাইলের

স্থানীয় পুলিশ কমিশনার মেহতাব শাহ জানিয়েছেন, উদ্ধার হওয়া দেহ গুলির সনাক্তকরণ প্রক্রিয়ার কাজ চলছে। আর যাদের জীবিত উদ্ধার করা হয়েছে, তাঁদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায়, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন তারা। আহতদের যত দ্রুত সম্ভব চিকিৎসা দেওয়ার কথা ঘোষণা করেছেন পাক প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: পাকিস্তানকে কাছে টেনে ইরানের ওপর চাপ বাড়াতে চাইছে আমেরিকা 

উল্লেখ্য, দিনের পর দিন পথ দুর্ঘটনার সংখ্যা বেড়েই চলেছে পাকিস্তানে। মাস খানেক আগে এমন এক দুর্ঘটনায় খাদে পড়ে নিহত হয়েছে ২২ জন। সেখানেও বাস চালকের বেপরোয়া গতি বৃদ্ধির জন্যেই এমন দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে। তবে পাহাড়ি রাস্তায় বারংবার এমন দুর্ঘটনার পরেও পাক প্রশাসন থেকে তেমন কোনও কড়া পদক্ষেপ কেন নেওয়া হয়নি তা নিয়ে প্রশ্ন করছে আম জনতা।