০৪ অগাস্ট ২০২৫, সোমবার, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

টিকিট  পেলেন  ফেলিইরো- চার্চিল, গোয়ায় প্রথমদফায় ১১ আসনে প্রার্থী ঘোষণা তৃণমূলের

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৯ জানুয়ারী ২০২২, বুধবার
  • / 18

 

পুবের কলম ওয়েবডেস্কঃ দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজেনিরো ফেলিইরো এবং চার্চিল আলেমাও সহ মোট ১২ জনকে গোয়ায় প্রথম দফায় টিকিট দিল তৃণমূল। মহারাষ্ট্র গোমন্তক পার্টি বা এমজেেপি কে ছাড়া হয়েছে বেশ কিছু আসন। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যেপাধ্যায় এই মুহূর্তে আছেন গোয়ায়। তাঁর উপস্থিতিতেই মঙ্গলবার মোট ১১ টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করে তৃণমূল।

আরও পড়ুন: করোনা কাঁটা, গোয়া সফর বাতিল করলেন অভিষেক

 

মঙ্গলবার গোয়ায় তৃণমূলের রাজ্যকমিটি, যুব কমিটি, ব্লক সহ সার্বিক সাংগঠনিক কমিটির ঘোষণাও করা হয়।

লুইজিনহো এই মুহূর্তে দলের রাজ্যসভার সাংসদ। সর্বভারতীয় সহ-সভাপতি। তিনিই সে রাজ্যে প্রথম তৃণমূলে যোগদান করেন। তাই তাঁর উপর একের পর এক দায়িত্ব দেয় তৃণমূল। গোয়া বিধানসভার ভোট ১৪ ফেব্রুয়ারি। সেই ভোটে লুইজিনহো জিতলে তাঁকে আবার রাজ্যে ফিরিয়ে আনা হবে। তৃণমূলের প্রার্থী তালিকায় আরেক উল্লেখযোগ্য নাম এনসিপি থেকে তৃণমূলে যোগ দেওয়া চার্চিল আলেমাও। দলের রাজ্য কমিটির সদস্যরাও উল্লেখযোগ্য।

সাংগঠনিক রাজ্য কমিটিতে অন্যতম সহ-সভাপতি করা হয়েছে নাফিসা আলিকে । গোয়ার নবনির্বাচিত পদাধিকারীদের টুইটারে শুভেচ্ছাও জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ( ফাইল ছবি)

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

টিকিট  পেলেন  ফেলিইরো- চার্চিল, গোয়ায় প্রথমদফায় ১১ আসনে প্রার্থী ঘোষণা তৃণমূলের

আপডেট : ১৯ জানুয়ারী ২০২২, বুধবার

 

পুবের কলম ওয়েবডেস্কঃ দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজেনিরো ফেলিইরো এবং চার্চিল আলেমাও সহ মোট ১২ জনকে গোয়ায় প্রথম দফায় টিকিট দিল তৃণমূল। মহারাষ্ট্র গোমন্তক পার্টি বা এমজেেপি কে ছাড়া হয়েছে বেশ কিছু আসন। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যেপাধ্যায় এই মুহূর্তে আছেন গোয়ায়। তাঁর উপস্থিতিতেই মঙ্গলবার মোট ১১ টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করে তৃণমূল।

আরও পড়ুন: করোনা কাঁটা, গোয়া সফর বাতিল করলেন অভিষেক

 

মঙ্গলবার গোয়ায় তৃণমূলের রাজ্যকমিটি, যুব কমিটি, ব্লক সহ সার্বিক সাংগঠনিক কমিটির ঘোষণাও করা হয়।

লুইজিনহো এই মুহূর্তে দলের রাজ্যসভার সাংসদ। সর্বভারতীয় সহ-সভাপতি। তিনিই সে রাজ্যে প্রথম তৃণমূলে যোগদান করেন। তাই তাঁর উপর একের পর এক দায়িত্ব দেয় তৃণমূল। গোয়া বিধানসভার ভোট ১৪ ফেব্রুয়ারি। সেই ভোটে লুইজিনহো জিতলে তাঁকে আবার রাজ্যে ফিরিয়ে আনা হবে। তৃণমূলের প্রার্থী তালিকায় আরেক উল্লেখযোগ্য নাম এনসিপি থেকে তৃণমূলে যোগ দেওয়া চার্চিল আলেমাও। দলের রাজ্য কমিটির সদস্যরাও উল্লেখযোগ্য।

সাংগঠনিক রাজ্য কমিটিতে অন্যতম সহ-সভাপতি করা হয়েছে নাফিসা আলিকে । গোয়ার নবনির্বাচিত পদাধিকারীদের টুইটারে শুভেচ্ছাও জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ( ফাইল ছবি)