০১ অগাস্ট ২০২৫, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

১৭ সেপ্টেম্বর সর্বদলীয় বৈঠক ডাকল কেন্দ্র সরকার

সুস্মিতা
  • আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার
  • / 56

পুবের কলম,ওয়েবডেস্ক: আগামী ১৭ সেপ্টেম্বর সর্বদলীয় বৈঠক ডাকল কেন্দ্র সরকার। সংসদের অধিবেশনের একদিন আগেই এই বৈঠক ডাকা হল। সোমবার ১৮ সেপ্টেম্বর সংসদের বিশেষ অধিবেশন। তার আগেই এই সর্বদলীয় বৈঠকের ডাক দিলেন কেন্দ্রের সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী। বুধবার কেন্দ্রীয় মন্ত্রী যোশী জানিয়েছেন, অধিবেশনের জন্য এখনও পর্যন্ত কোনও নির্দিষ্ট এজেন্ডা ঘোষণা করা হয়নি। মহিলা সংরক্ষণ বিল, ইউনিফর্ম সিভিল কোড, একযোগে নির্বাচন বা অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হতে পারে। পাঁচ দিনের সংসদ অধিবেশন শুরুর একদিন আগে ১৭ সেপ্টেম্বর সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে। এক্স হ্যান্ডেলে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী জানিয়েছেন, সমস্ত দলের কর্মকর্তাদের সর্বদলীয় বৈঠকের আমন্ত্রণ ই-মেলের মাধ্যমে পাঠানো হয়েছে। অমৃতকালের মধ্যে সংসদে ফলপ্রসূ আলোচনা ও বিতর্কের জন্য উন্মুখ হয়ে আছে সকলেই।’

গত ৩১ আগস্ট কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী ১৮ সেপ্টেম্বর পাঁচ দিন ‘বিশেষ অধিবেশন’-এর কথা ঘোষণা করেন। অধিবেশন পুরনো ভবন থেকে শুরু হয়ে নয়া ভবনে শেষ হওয়ার কথা। অধিবেশন শুরু হতে মাত্র কয়েকদিন বাকি থাকলেও বিরোধী দলগুলো অধিবেশনের আলোচ্যসূচি প্রকাশ না করার জন্য সরকারকে নিন্দা জানিয়েছে। শিবসেনা নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদী বলেন, ‘মঙ্গলবার গণেশ চতুর্থী। এই সময় সংসদের বিশেষ অধিবেশন ডাকা দুর্ভাগ্যজনক ও হিন্দুদের অনুভূতির পরিপন্থী’। বিরোধীদের বক্তব্য, ভারতের সফল চন্দ্রাভিযান, জি-২০ সামিটের প্রশংসা, চিনের সঙ্গে সীমান্ত সংঘাত সহ ‘ইন্ডিয়া’ নামের পরিবর্তে ‘ভারত’ নামকরণ এই নিয়ে বিশেষ অধিবেশনে আলোচনা হতে পারে।

আরও পড়ুন: চতুর্থ স্তম্ভবের ওপর আঘাত, ভারতে বন্ধ হল রয়টার্সের এক্স অ্যাকাউন্ট

আরও পড়ুন: রাজ্য বিজেপির সভাপতি হলেন শমীক ভট্টাচার্য, বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে নাম ঘোষণা
Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

১৭ সেপ্টেম্বর সর্বদলীয় বৈঠক ডাকল কেন্দ্র সরকার

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার

পুবের কলম,ওয়েবডেস্ক: আগামী ১৭ সেপ্টেম্বর সর্বদলীয় বৈঠক ডাকল কেন্দ্র সরকার। সংসদের অধিবেশনের একদিন আগেই এই বৈঠক ডাকা হল। সোমবার ১৮ সেপ্টেম্বর সংসদের বিশেষ অধিবেশন। তার আগেই এই সর্বদলীয় বৈঠকের ডাক দিলেন কেন্দ্রের সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী। বুধবার কেন্দ্রীয় মন্ত্রী যোশী জানিয়েছেন, অধিবেশনের জন্য এখনও পর্যন্ত কোনও নির্দিষ্ট এজেন্ডা ঘোষণা করা হয়নি। মহিলা সংরক্ষণ বিল, ইউনিফর্ম সিভিল কোড, একযোগে নির্বাচন বা অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হতে পারে। পাঁচ দিনের সংসদ অধিবেশন শুরুর একদিন আগে ১৭ সেপ্টেম্বর সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে। এক্স হ্যান্ডেলে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী জানিয়েছেন, সমস্ত দলের কর্মকর্তাদের সর্বদলীয় বৈঠকের আমন্ত্রণ ই-মেলের মাধ্যমে পাঠানো হয়েছে। অমৃতকালের মধ্যে সংসদে ফলপ্রসূ আলোচনা ও বিতর্কের জন্য উন্মুখ হয়ে আছে সকলেই।’

গত ৩১ আগস্ট কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী ১৮ সেপ্টেম্বর পাঁচ দিন ‘বিশেষ অধিবেশন’-এর কথা ঘোষণা করেন। অধিবেশন পুরনো ভবন থেকে শুরু হয়ে নয়া ভবনে শেষ হওয়ার কথা। অধিবেশন শুরু হতে মাত্র কয়েকদিন বাকি থাকলেও বিরোধী দলগুলো অধিবেশনের আলোচ্যসূচি প্রকাশ না করার জন্য সরকারকে নিন্দা জানিয়েছে। শিবসেনা নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদী বলেন, ‘মঙ্গলবার গণেশ চতুর্থী। এই সময় সংসদের বিশেষ অধিবেশন ডাকা দুর্ভাগ্যজনক ও হিন্দুদের অনুভূতির পরিপন্থী’। বিরোধীদের বক্তব্য, ভারতের সফল চন্দ্রাভিযান, জি-২০ সামিটের প্রশংসা, চিনের সঙ্গে সীমান্ত সংঘাত সহ ‘ইন্ডিয়া’ নামের পরিবর্তে ‘ভারত’ নামকরণ এই নিয়ে বিশেষ অধিবেশনে আলোচনা হতে পারে।

আরও পড়ুন: চতুর্থ স্তম্ভবের ওপর আঘাত, ভারতে বন্ধ হল রয়টার্সের এক্স অ্যাকাউন্ট

আরও পড়ুন: রাজ্য বিজেপির সভাপতি হলেন শমীক ভট্টাচার্য, বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে নাম ঘোষণা