পুবের কলম প্রতিবেদক: আয়কর বিভাগের গুরুত্বপূর্ণ কমিশনার পদে আসীন হলেন সেখ সামসের আলম। তিনি এতদিন জয়েন্ট কমিশনারের দায়িত্ব পালন করছিলেন। ২০২৩ সালের নতুন বর্ষে তাঁর এই পদোন্নতি নিয়ে সামসের আলম বলেন, যে কোনও কাজে নিষ্ঠার সঙ্গে কাজ করলে তার সুফল অবশ্যই মিলবে।
সামসের আলম সাহেব হাওড়ার বাগনানের বাসিন্দা হলেও বর্তমানে কলকাতায় থাকেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়া শেষ করে আইআরএস হন। ১৯৯০ সালে তিনি চাকরি পান। আয়কর বিভাগে যুক্ত হয়ে অবশেষে এই সম্মানিত পদে আসীন হলেন। তিনি জানান, অর্থনীতি নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় থেকেই চাকরি পরীক্ষা দিচ্ছিলেন, সফলও হন। তিনিই হলেন বাড়ির প্রথম সন্তান যে সরকারি চাকরি বা বড় পদে আসীন হলেন।
প্রসঙ্গত, সামসের আলম সাহেব বহুল পরিচিত তাঁর উদ্যোগে তৈরি ক্রিসেন্ট স্কুল নিয়ে। নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের পড়ুয়াদের ইংরাজি মাধ্যমে শিক্ষা দেওয়ার জন্য তিনি কোশেশ করে চলেছেন। এই স্কুল বর্তমানে উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত অনুমোদিত।
শিক্ষার উন্নতির সঙ্গে তিনি সমাজসেবাতেও যুক্ত রয়েছেন। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যুক্ত হয়ে সেবামূলক কাজে নিয়োজিত রয়েছেন তাঁর চাকরি জীবনের ফাঁকে। করোনাকালে তাঁরই উদ্যোগে বিভিন্ন স্থানে মাস্ক, স্যানিটাইজার, খাদ্যসামগ্রী, ঔষধ বিতরণ এমনকী অক্সিজেন সরবরাহ করা হয়। শুধু তাই নয়, সামসের সাহেব এমন একজন বাঙালি মুসলিম, যিনি কেন্দ্রীয় সরকারের বড় পদে চাকরি করছেন।































