০১ অগাস্ট ২০২৫, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ট্রেন থামিয়ে সুরাপানে ব্যস্ত চালক! বিহারের হাসানপুর রেল স্টেশনে উত্তেজনা  

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৬ মে ২০২২, শুক্রবার
  • / 16

পুবের কলম, ওয়েবডেস্ক: ট্রেন চলতে চলতে হঠাৎ থেমে গেল। তার পরে আর যাওয়ার নাম নেই। এক জায়গাতেই দাঁড়িয়ে আছে ট্রেন। বিহারের সমস্তিপুরের হাসানপুর জেলার ঘটনা। লোকো পাইলট হঠাৎই থামিয়ে দেন ট্রেন। ঘটনায় জানা যায় লোকো পাইলট নেশাগ্রস্ত অবস্থায় এই কাণ্ড ঘটিয়েছে। বিহারের সমস্তিপুর জেলার হাসানপুর রেল স্টেশনে ঘটেছে এই ঘটনা। ট্রেনটি সাধারণত হাসানপুরে দুই মিনিটের জন্য থামে। ২ মে সন্ধ্যায় এক ঘন্টা দাঁড়িয়েছিল এই ট্রেন। এদিকে ট্রেন থেমে যেতেই যাত্রীরা প্রতিবাদে নামে। খবর যায় রেল আধিকারিকদের কাছে।

যাত্রীবাহী ট্রেন নম্বর ০৫২৭৮ সোমবার বিকেল ৪.০৫ মিনিটে সমস্তিপুর স্টেশন থেকে যাত্রা শুরু করে এবং বিকাল ৫.৪৫ মিনিটে হাসানপুরে পৌঁছায়। ট্রেনের শেষ গন্তব্য ছিল সহরসা। ট্রেনটি এই ষ্টেশনে সাধারণত রাত সাড়ে ৮টার মধ্যে পৌঁছায়।

আরও পড়ুন: চুরির দায়ে চার বালককে মারধর, হাতে দড়ি পরিয়ে ঘোরানো হল গ্রাম

হাসানপুর রেল স্টেশনের স্টেশন মাস্টার মনোজ কুমার চৌধুরী জানিয়েছেন,  যাত্রীরা রেলস্টেশনে বিক্ষোভ করলে আমরা চালকের কেবিনে গিয়ে দেখি সেখানে কো-পাইলট নেই। করমবীর যাদব ওরফে মুন্না ইঞ্জিন রুমে ছিলেন না। পরে খোঁজ নিয়ে জানানো জানা যায়, যে হাসানপুর বাজারে এক ব্যক্তি নেশাগ্রস্ত অবস্থায় ঝামেলা করছে।  সেখানে পৌঁছে আমরা তাকে আটক করি। তিনি হাসানপুরের ট্রেনের লোকো পাইলট করমবীর যাদব বলে জানা গেছে। তার কাছ থেকে অর্ধেক বোতল  মদও উদ্ধার করা হয়েছে। আমরা তাকে আটক করে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি।’

আরও পড়ুন: বিহারের পূর্ণিয়ায় ডাইনি অপবাদে পুড়িয়ে হত্যা, প্রাণ গেল এক পরিবারের ৫ সদস্যের

ঘটনার পর, সমস্তিপুর জোনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার অলোক আগরওয়াল ঊর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক ডাকেন।

আরও পড়ুন: ‘ভোটবন্দি’! বিহার ভোটের আগে নির্বাচন কমিশনের পদক্ষেপকে তীব্র আক্রমণ বিরোধীদের

এই অবস্থায় ট্রেন চালানোর দায়িত্ব দেওয়া হয় ভিসি রাজকুমার নামে অপর এক লোকো পাইলটকে। তিনিও ট্রেনেই ছিলেন। তবে ছুটিতে ছিলেন ভিসি। অবশেষে সন্ধ্যা ৬.৪৫ মিনিটে হাসানপুর স্টেশন ট্রেনটি আবার গন্তব্যস্থলের উদ্দেশে রওনা দেয়।

 

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ট্রেন থামিয়ে সুরাপানে ব্যস্ত চালক! বিহারের হাসানপুর রেল স্টেশনে উত্তেজনা  

আপডেট : ৬ মে ২০২২, শুক্রবার

পুবের কলম, ওয়েবডেস্ক: ট্রেন চলতে চলতে হঠাৎ থেমে গেল। তার পরে আর যাওয়ার নাম নেই। এক জায়গাতেই দাঁড়িয়ে আছে ট্রেন। বিহারের সমস্তিপুরের হাসানপুর জেলার ঘটনা। লোকো পাইলট হঠাৎই থামিয়ে দেন ট্রেন। ঘটনায় জানা যায় লোকো পাইলট নেশাগ্রস্ত অবস্থায় এই কাণ্ড ঘটিয়েছে। বিহারের সমস্তিপুর জেলার হাসানপুর রেল স্টেশনে ঘটেছে এই ঘটনা। ট্রেনটি সাধারণত হাসানপুরে দুই মিনিটের জন্য থামে। ২ মে সন্ধ্যায় এক ঘন্টা দাঁড়িয়েছিল এই ট্রেন। এদিকে ট্রেন থেমে যেতেই যাত্রীরা প্রতিবাদে নামে। খবর যায় রেল আধিকারিকদের কাছে।

যাত্রীবাহী ট্রেন নম্বর ০৫২৭৮ সোমবার বিকেল ৪.০৫ মিনিটে সমস্তিপুর স্টেশন থেকে যাত্রা শুরু করে এবং বিকাল ৫.৪৫ মিনিটে হাসানপুরে পৌঁছায়। ট্রেনের শেষ গন্তব্য ছিল সহরসা। ট্রেনটি এই ষ্টেশনে সাধারণত রাত সাড়ে ৮টার মধ্যে পৌঁছায়।

আরও পড়ুন: চুরির দায়ে চার বালককে মারধর, হাতে দড়ি পরিয়ে ঘোরানো হল গ্রাম

হাসানপুর রেল স্টেশনের স্টেশন মাস্টার মনোজ কুমার চৌধুরী জানিয়েছেন,  যাত্রীরা রেলস্টেশনে বিক্ষোভ করলে আমরা চালকের কেবিনে গিয়ে দেখি সেখানে কো-পাইলট নেই। করমবীর যাদব ওরফে মুন্না ইঞ্জিন রুমে ছিলেন না। পরে খোঁজ নিয়ে জানানো জানা যায়, যে হাসানপুর বাজারে এক ব্যক্তি নেশাগ্রস্ত অবস্থায় ঝামেলা করছে।  সেখানে পৌঁছে আমরা তাকে আটক করি। তিনি হাসানপুরের ট্রেনের লোকো পাইলট করমবীর যাদব বলে জানা গেছে। তার কাছ থেকে অর্ধেক বোতল  মদও উদ্ধার করা হয়েছে। আমরা তাকে আটক করে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি।’

আরও পড়ুন: বিহারের পূর্ণিয়ায় ডাইনি অপবাদে পুড়িয়ে হত্যা, প্রাণ গেল এক পরিবারের ৫ সদস্যের

ঘটনার পর, সমস্তিপুর জোনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার অলোক আগরওয়াল ঊর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক ডাকেন।

আরও পড়ুন: ‘ভোটবন্দি’! বিহার ভোটের আগে নির্বাচন কমিশনের পদক্ষেপকে তীব্র আক্রমণ বিরোধীদের

এই অবস্থায় ট্রেন চালানোর দায়িত্ব দেওয়া হয় ভিসি রাজকুমার নামে অপর এক লোকো পাইলটকে। তিনিও ট্রেনেই ছিলেন। তবে ছুটিতে ছিলেন ভিসি। অবশেষে সন্ধ্যা ৬.৪৫ মিনিটে হাসানপুর স্টেশন ট্রেনটি আবার গন্তব্যস্থলের উদ্দেশে রওনা দেয়।