০২ মে ২০২৫, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

যে সমীকরণে পাকিস্তান টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে যেতে পারে

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৮ অক্টোবর ২০২২, শুক্রবার
  • / 14

পুবের কলম, ওয়েব ডেস্ক : প্রথম ম্যাচে শেষ বলে ভারতের কাছে হার স্বীকার। দ্বিতীয় ম্যাচেও সেই শেষ বলে হেরে গেল পাকিস্তান ক্রিকেট দল। ভারতের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে বাবর আজমদের হার অনেকে মেনে নিলেও, শেষ ম্যাচে তুলনায় কমজোর জিম্বাবোয়ের কাছে হার যেন মেনে নিতে পারছেন না পাক ভক্তরা। এটাকে তারা স্রেফ অঘটন বলে মনে করছেন।

মাঠে ভালো খেলে, শক্তি এবং বুদ্ধির পরিচয় দিয়ে জিম্বাবোয়ে ক্রিকেটপ্রেমীদের হৃদয় জিতে নিয়েছে। একই সঙ্গে পাকিস্তানের বিপক্ষে জিতে তারা তুলে নিয়েছে দুই পয়েন্ট। আর এতে পাকিস্তানের সেমিফাইনালের রাস্তা অনেকটা কঠিন হয়ে গিয়েছে।

প্রথম ম্যাচে ড্র এবং দ্বিতীয় ম্যাচে জয় তুলে নেওয়ায় জিম্বাবোয়ের সামনেই এখন সেমিফাইনাল খেলার হাতছানি।  সবার সামনেই অনেক সমীকরণের মারপ্যাঁচ। গ্রুপ ‘বি’ থেকে এখনও পর্যন্ত সব দল দুটি করে ম্যাচ খেলেছে। পয়েন্ট টেবিলের বর্তমান অবস্থা  অনুযায়ী গ্রুপের শীর্ষে রয়েছে ভারত। দুই নম্বরে রয়েছে দক্ষিণ আফ্রিকা।

পাকিস্তানকে হারিয়ে  তিন নম্বরে জায়গা নিশ্চিত করে ফেলেছে জিম্বাবোয়ে। বাংলাদেশ রয়েছে চার নম্বরে। পাকিস্তান পঞ্চম ও নেদারল্যান্ডস ছয় নম্বরে রয়েছে। শেষ দুটি স্থানে থাকা দুই দল এখনও কোনও ম্যাচ জয় পায়নি। ফলে তাদের ঝুলিতে শূন্য পয়েন্ট।

পাক ক্রিকেটপ্রেমীদের মনে এখন প্রশ্ন, পাকিস্তান কি চলতি টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে যেতে পারবে? যদিও এ প্রশ্নের উত্তর পেতে হলে তাকিয়ে থাকতে হবে অনেকগুলি ঘটনার ওপর। গ্রুপের তিনটি ম্যাচ এখনও বাকি আছে সবার।

ফলে সেমিফাইনাল খেলতে হলে পাকিস্তানের বাকি তিন ম্যাচে জিততে হবে। তবে শুধু জিতলেই হবে না, চেয়ে থাকতে হবে ভারত ও জিম্বাবোয়ের দিকেও। পাকিস্তানকে সেমিফাইনালে তুলতে হলে ভারতকে প্রতিটা ম্যাচে জিততে হবে। এবং জিম্বাবোয়েকে তিন ম্যাচের অন্তত দুটিতে হারতে হবে।

এদিকে, আবার জিম্বাবোয়ে গ্রুপের তিনটি ম্যাচে বাংলাদেশ ও নেদারল্যান্ডস ও ভারতের বিরুদ্ধে খেলবে।  সেমিফাইনালে জায়গা পাকা করতে হলে বাংলাদেশ ও নেদারল্যান্ডস ম্যাচ থেকে তাদের পয়েন্ট পেতেই হবে। পরের দুই ম্যাচে বাংলাদেশ ও নেদারল্যান্ডসকে তারা হারায় এবং তার সঙ্গে দক্ষিণ আফ্রিকা যদি ভারত এবং পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ হারে তাহলে গোটা বিষয়টার রঙ বদলে যেতে পারে।

জিম্বাবোয়ে ইতিহাস তৈরি করে টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে নিজের জায়গা পাকা করে নেবে। তবে এই বিশ্বকাপে সব দলের তৃতীয় প্রতিপক্ষ বৃষ্টি। সেই বৃষ্টি ঘুরিয়ে দিতে পারে অনেক হিসেবে ও সমীকরণ।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

যে সমীকরণে পাকিস্তান টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে যেতে পারে

আপডেট : ২৮ অক্টোবর ২০২২, শুক্রবার

পুবের কলম, ওয়েব ডেস্ক : প্রথম ম্যাচে শেষ বলে ভারতের কাছে হার স্বীকার। দ্বিতীয় ম্যাচেও সেই শেষ বলে হেরে গেল পাকিস্তান ক্রিকেট দল। ভারতের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে বাবর আজমদের হার অনেকে মেনে নিলেও, শেষ ম্যাচে তুলনায় কমজোর জিম্বাবোয়ের কাছে হার যেন মেনে নিতে পারছেন না পাক ভক্তরা। এটাকে তারা স্রেফ অঘটন বলে মনে করছেন।

মাঠে ভালো খেলে, শক্তি এবং বুদ্ধির পরিচয় দিয়ে জিম্বাবোয়ে ক্রিকেটপ্রেমীদের হৃদয় জিতে নিয়েছে। একই সঙ্গে পাকিস্তানের বিপক্ষে জিতে তারা তুলে নিয়েছে দুই পয়েন্ট। আর এতে পাকিস্তানের সেমিফাইনালের রাস্তা অনেকটা কঠিন হয়ে গিয়েছে।

প্রথম ম্যাচে ড্র এবং দ্বিতীয় ম্যাচে জয় তুলে নেওয়ায় জিম্বাবোয়ের সামনেই এখন সেমিফাইনাল খেলার হাতছানি।  সবার সামনেই অনেক সমীকরণের মারপ্যাঁচ। গ্রুপ ‘বি’ থেকে এখনও পর্যন্ত সব দল দুটি করে ম্যাচ খেলেছে। পয়েন্ট টেবিলের বর্তমান অবস্থা  অনুযায়ী গ্রুপের শীর্ষে রয়েছে ভারত। দুই নম্বরে রয়েছে দক্ষিণ আফ্রিকা।

পাকিস্তানকে হারিয়ে  তিন নম্বরে জায়গা নিশ্চিত করে ফেলেছে জিম্বাবোয়ে। বাংলাদেশ রয়েছে চার নম্বরে। পাকিস্তান পঞ্চম ও নেদারল্যান্ডস ছয় নম্বরে রয়েছে। শেষ দুটি স্থানে থাকা দুই দল এখনও কোনও ম্যাচ জয় পায়নি। ফলে তাদের ঝুলিতে শূন্য পয়েন্ট।

পাক ক্রিকেটপ্রেমীদের মনে এখন প্রশ্ন, পাকিস্তান কি চলতি টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে যেতে পারবে? যদিও এ প্রশ্নের উত্তর পেতে হলে তাকিয়ে থাকতে হবে অনেকগুলি ঘটনার ওপর। গ্রুপের তিনটি ম্যাচ এখনও বাকি আছে সবার।

ফলে সেমিফাইনাল খেলতে হলে পাকিস্তানের বাকি তিন ম্যাচে জিততে হবে। তবে শুধু জিতলেই হবে না, চেয়ে থাকতে হবে ভারত ও জিম্বাবোয়ের দিকেও। পাকিস্তানকে সেমিফাইনালে তুলতে হলে ভারতকে প্রতিটা ম্যাচে জিততে হবে। এবং জিম্বাবোয়েকে তিন ম্যাচের অন্তত দুটিতে হারতে হবে।

এদিকে, আবার জিম্বাবোয়ে গ্রুপের তিনটি ম্যাচে বাংলাদেশ ও নেদারল্যান্ডস ও ভারতের বিরুদ্ধে খেলবে।  সেমিফাইনালে জায়গা পাকা করতে হলে বাংলাদেশ ও নেদারল্যান্ডস ম্যাচ থেকে তাদের পয়েন্ট পেতেই হবে। পরের দুই ম্যাচে বাংলাদেশ ও নেদারল্যান্ডসকে তারা হারায় এবং তার সঙ্গে দক্ষিণ আফ্রিকা যদি ভারত এবং পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ হারে তাহলে গোটা বিষয়টার রঙ বদলে যেতে পারে।

জিম্বাবোয়ে ইতিহাস তৈরি করে টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে নিজের জায়গা পাকা করে নেবে। তবে এই বিশ্বকাপে সব দলের তৃতীয় প্রতিপক্ষ বৃষ্টি। সেই বৃষ্টি ঘুরিয়ে দিতে পারে অনেক হিসেবে ও সমীকরণ।