ডাইনি অপবাদ দিয়ে বেধড়ক মারধর করে খাওয়ানো হল মলমূত্র! অপমানে আত্মঘাতী বৃদ্ধ

- আপডেট : ২৬ মে ২০২২, বৃহস্পতিবার
- / 63
পুবের কলম, ওয়েবডেস্ক: দুনিয়া এগিয়ে চলেছে। হাতের মুঠোয় পৃথিবী। ডিজিটাল ইন্ডিয়ার দিকেই এগিয়ে চলেছি আমরা। তবুও এখনও যে মানুষ কুসংস্কারে বিশ্বাসী তাও প্রমাণ হল আরও একবার। ফের সামনে এল ডাইনি অপবাদ দিয়ে হেনস্থার ঘটনা। আর একদল পশুরূপী মানুষ সেই নৃশংসতার খেলায় মাতল। ঘটনার সূত্রপাত ঘটল মুর্শিদাবাদে।
মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত জরুর গ্রাম পঞ্চায়েত আদিবাসী পাড়ার ঘটনা। বহুদিন ধরেই সেখানে ছিলেন জনতা সর্দার। পরিচিত ছিলেন মধু সর্দার নামে।। মধু সর্দারের উপসি সর্দার বহুদিন ধরে অসুস্থ। মেয়ের সুস্থতার জন্য ওঝার কাছে ঝাড়ফুঁক করাতে নিয়ে যেতেন। কিন্তু সোমবার হঠাৎ করে মারা যান উপসি।
এর পরেই ওঝা বিধান দেন ফটিক সর্দার, সোনামণি সর্দার, বাবুলাল সর্দার, শেফালি সর্দার, নন্দিনী সর্দার, ফেলানী সর্দার, মানিক সর্দার এরা ডাইনি। এরাই মেরেছে উপসিকে। এর পরেই ক্ষিপ্ত মানুষ ডাইনি সন্দেহে এই দুই পরিবারের ওপরে চড়াও হয়ে বেধড়ক মারধর করে। তাদের মলমূত্র খাওয়ার অভিযোগ ওঠে। ঘটনার পর অসুস্থ হয়ে পড়েন তারা। তাদের জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় অপমানে আত্মহত্যার পথ বেছে নেন মানিক সর্দার। তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তদন্ত শুরু করেছে পুলিশ। মানিক সর্দারের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।