মদ খেয়ে নাচলেন ফিনিশ প্রধানমন্ত্রী!সমালোচনার ঝড়

- আপডেট : ১৯ অগাস্ট ২০২২, শুক্রবার
- / 8
পুবের কলম ওয়েব ডেস্কঃ পার্টিতে অংশ নিয়ে মদ্যপান, তারপর উত্তাল নাচ-গান। এই কাজ করেছেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী। আর তার সেই কীর্তির ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই জোরদার সমালোচনা-বিতর্ক শুরু হয়েছে। ফিনিশ প্রধানমন্ত্রী সানা মারিনের নাচ-গানের ভিডিয়ো প্রকাশ পেতেই বিরোধীরা তোপ দেগেছে। প্রধানমন্ত্রী ওই পার্টিতে মাদক সেবন করেছেন কি না, তা নিশ্চিত হতে তাঁকে স্বেচ্ছায় মাদক পরীক্ষা করানোর আহ্বান জানিয়েছে বিরোধীরা।জোট সরকারের নেতাদের মধ্যে অনেকে একই কথা বলছেন। তবে পার্টিতে মাদক গ্রহণের অভিযোগ অস্বীকার করেছেন ৩৬ বছর বয়সি প্রধানমন্ত্রী। ভিডিয়োতে মারিন এবং তাঁর বন্ধুদের একটি পার্টিতে নাচতে ও গাইতে দেখা গেছে। তাঁর বন্ধুদের মধ্যে ফিনল্যান্ডের সংগীতশিল্পী আলমাসহ কয়েকজন তারকা ছিলেন। ওই ভিডিয়ো নিয়ে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী সানা বলেন, তিনি জানতেন তাঁর ভিডিয়ো করা হয়েছে। ভিডিয়োটি প্রকাশ পাওয়ায় হতাশ হয়েছেন তিনি। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বর থেকে ক্ষমতায় রয়েছেন সানা মারিন। দায়িত্ব নেওয়ার সময় বিশ্বের সবচেয়ে কনিষ্ঠ সরকার প্রধান ছিলেন সানা। এখন এই খেতাব চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বরিচের দখলে।