পুবের কলম ওয়েবডেস্কঃ কলকাতা থেকে ৩৩৬৭ কিলোমিটার দূরে মরু শহর দুবাইয়ে প্রবাসী বাঙালিরা মেতে উঠেছেন দেবী আরাধনায়। ধর্মীয় ভেদাভেদ ভেঙে মানবতার মিলন কেন্দ্রের রূপ নিয়েছে দুবাই।
প্রবাসী বাঙালিদের সঙ্গে সমান ভাবে পুজোর আনন্দে মেতেছেন অবাঙালিরাও। এক টুকরো কলকাতার চেহারা নিয়েছে বিশ্বের অন্যতম বৈভবশালী এই শহর।
দুবাইয়ের এক বিলাসবহুল শহরকে শরৎ কালের চেহারা দিয়েছেন হাসনাবাদের হস্তশিল্পী রমেশ বিশ্বাস। প্রতিমাও গিয়েছে কুমোরটুলি থেকে।
দুবাইয়ের বাঙালি-অবাঙালি ৫৫টি পরিবার একসঙ্গে এই পুজোয় মেতে ওঠেন। পুজোর এক’দিন নিজের রাজ্য থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে বসে বাংলার স্বাদ পান তাঁরা।







































