‘বয়স পেরিয়ে গেলেও টেটপ্রার্থীকে ইন্টারভিউ নিতে হবে’ প্রাথমিক পর্ষদকে জানাল হাইকোর্ট

- আপডেট : ১ নভেম্বর ২০২২, মঙ্গলবার
- / 11
পুবের কলম ওয়েব ডেস্ক: সোমবার থেকে কলকাতা হাইকোর্টের রেগুলার বেঞ্চ চালু হয়েছে। এ দিন ২০১৪ সালের টেট পরীক্ষার ৬টি প্রশ্নভুলের মামলায় ৬ নম্বর যুক্ত সংক্রান্ত এক আবেদনের শুনানি চলে। গত ২০১৪ সালে ৬টি ভুল প্রশ্নের জন্য টেটে পাশ করতে পারেননি অসংখ্য চাকরিপ্রার্থী। তাই টেট উত্তীর্ণ না হওয়ায় ডাক পাননি ইন্টারভিউতেও। এইরকম একজন চাকরিপ্রার্থী কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে দ্বারস্থ হয়েছেন।
২০১৪ সালে প্রাথমিক পর্ষদ যখন জানাল, ‘প্রশ্ন ভুল থাকায় ৬ নম্বর অতিরিক্ত পাবেন চাকরিপ্রার্থী, ততদিনে চাকরির বয়স পেরিয়ে গিয়েছে এই চাকরিপ্রার্থীর। সোমবার টেটে নিয়োগ সংক্রান্ত বঞ্চনার কথা জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন ওই টেট চাকরিপ্রার্থী।
হাইকোর্টকে তিনি জানিয়েছিলেন, ‘টেটের ভুল প্রশ্নের জন্য তাঁর নম্বর বাড়লেও বয়স পেরিয়ে যাওয়ায় তিনি ইন্টারভিউয়ে বসতে পারেননি। পর্ষদের ভুলের জন্য তিনি বঞ্চনার শিকার হয়েছেন।’ জানিয়ে আদালতে আবেদন করেছিলেন পরীক্ষার্থী।
এ দিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ জারি করে জানিয়ে দেন, ‘প্রাথমিকের নিয়োগে সমস্যা যখন হয়েছে পর্ষদের ভুলেই, তাই তার খেসারতও তাদেরই দিতে হবে।
তবে এ দিন কলকাতা হাইকোর্ট জানিয়েছে, ‘২০১৬ সালের গাইডলাইন অনুযায়ী আগামী চার সপ্তাহের মধ্যে ওই চাকরিপ্রার্থী যাতে ইন্টারভিউতে বসতে পারেন, তা নিশ্চিত করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। ইন্টারভিউতে পাশ করলে চাকরি দিতে হবে।’
আগামী ৩০ নভেম্বরের মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদকে এই চাকরিপ্রার্থীর আদালতের নির্দেশ কার্যকর করা নিয়ে রিপোর্ট জমা দিতে হবে বলে কলকাতা হাইকোর্ট জানিয়েছে আদেশনামায়।