০৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

পুরভোট পিছানো নিয়ে কমিশন কি চাইছে, জানতে চাইল হাইকোর্ট

রফিকুল হাসান
  • আপডেট : ৭ জানুয়ারী ২০২২, শুক্রবার
  • / 23

পুবের কলম ওয়েবডেস্ক: করোনার গ্রাম ঊর্ধ্বমুখী। এই করোনা পরিস্থিতির মাঝে কি পুরভোট করানো সম্ভব। এই নিয়ে নির্বাচন কমিশনের অবস্থান কি? তাই জানতে চাইল কলকাতা হাইকোর্ট। উল্লেখ্য, আগামী ২২ জানুয়ারি রাজ্যের ৪ পুরনিগমের ভোট রয়েছে। করোনা আবহে ভোট করা যাবে না। পুরভোট পিছানো নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। সেই মামলার শুনানিতে ভোট পিছানো নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট। এরজন্য আগামী সোমবার হলফনামা জমা দেওয়ার নির্দেশের পাশাপাশি আগামী মঙ্গলবার মামলার পরবর্তী শুনানি হবে।

শুক্রবার হাইকোর্টে জনস্বার্থ মামলার শুনানি চলাকালীন মামলাকারীর আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, বিধাননগর এলাকায় ২৩টি কনটেন্টমেন্ট জোন রয়েছে। তাই প্রার্থীরা এই অবস্থায় ভোটারদের কাছে যেতে পারছেন না। পাশাপাশি ভোটাররা বাড়ি থেকে বেরোতে না পারলে কিভাবে ভোট দেবেন?।

এ বিষয়ে পালটা নির্বাচন কমিশনের তরফে জানানো হয়, করোনার কথা মাথায় রেখে নানা গাইডলাইন আনা হয়েছে। ভোট হলে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। রাজ্য নির্বাচন কমিশন চাইলে স্বাস্থ্য দফতর তাদের সাহায্য করতে পারে বলে জানান অ্যাডভোকেট জেনারেল। এরপর হাইকোট এই মামলায় রাজ্য নির্বাচন কমিশনের অবস্থান কি তা জানতে চায়। আগামী সোমবার তা জানাতে হবে হাইকোর্টকে। আর মঙ্গলবার রয়েছে এই মামলার শুনানি। ওই দিনই চুড়ান্ত হতে পারে পুরভোটের ভবিষ্যৎ।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পুরভোট পিছানো নিয়ে কমিশন কি চাইছে, জানতে চাইল হাইকোর্ট

আপডেট : ৭ জানুয়ারী ২০২২, শুক্রবার

পুবের কলম ওয়েবডেস্ক: করোনার গ্রাম ঊর্ধ্বমুখী। এই করোনা পরিস্থিতির মাঝে কি পুরভোট করানো সম্ভব। এই নিয়ে নির্বাচন কমিশনের অবস্থান কি? তাই জানতে চাইল কলকাতা হাইকোর্ট। উল্লেখ্য, আগামী ২২ জানুয়ারি রাজ্যের ৪ পুরনিগমের ভোট রয়েছে। করোনা আবহে ভোট করা যাবে না। পুরভোট পিছানো নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। সেই মামলার শুনানিতে ভোট পিছানো নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট। এরজন্য আগামী সোমবার হলফনামা জমা দেওয়ার নির্দেশের পাশাপাশি আগামী মঙ্গলবার মামলার পরবর্তী শুনানি হবে।

শুক্রবার হাইকোর্টে জনস্বার্থ মামলার শুনানি চলাকালীন মামলাকারীর আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, বিধাননগর এলাকায় ২৩টি কনটেন্টমেন্ট জোন রয়েছে। তাই প্রার্থীরা এই অবস্থায় ভোটারদের কাছে যেতে পারছেন না। পাশাপাশি ভোটাররা বাড়ি থেকে বেরোতে না পারলে কিভাবে ভোট দেবেন?।

এ বিষয়ে পালটা নির্বাচন কমিশনের তরফে জানানো হয়, করোনার কথা মাথায় রেখে নানা গাইডলাইন আনা হয়েছে। ভোট হলে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। রাজ্য নির্বাচন কমিশন চাইলে স্বাস্থ্য দফতর তাদের সাহায্য করতে পারে বলে জানান অ্যাডভোকেট জেনারেল। এরপর হাইকোট এই মামলায় রাজ্য নির্বাচন কমিশনের অবস্থান কি তা জানতে চায়। আগামী সোমবার তা জানাতে হবে হাইকোর্টকে। আর মঙ্গলবার রয়েছে এই মামলার শুনানি। ওই দিনই চুড়ান্ত হতে পারে পুরভোটের ভবিষ্যৎ।