১০ নভেম্বর ২০২৫, সোমবার, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

প্রকাশ হল আইপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি লখনউ সুপার জায়ান্টস এর লোগো

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১ ফেব্রুয়ারী ২০২২, মঙ্গলবার
  • / 79

পুবের কলম ওয়েবডেস্কঃ ক’দিন আগে প্রকাশিত হয়েছিল আসন্ন আইপিএলে অংশগ্রহণ করতে চলা নতুন লখনউ ফ্র্যাঞ্চাইজির নাম। সঞ্জীব গোয়েঙ্কার দলের নাম ঘোষণা করেছিলেন, ‘লখনউ সুপার জায়েন্টস। আজ প্রকাশিত হলো তাদের অফিসিয়াল লোগো।  যদিও তাদের সেই লোগোতে পাওয়া যায় হিন্দু পুরাণের গল্পের ছোঁয়া। হিন্দু পুরাণ অনুযায়ী, বিষ্ণুর বাহন হল গরুড়। সেই গরুড়কে কেন্দ্র করেই তৈরি হয়েছে লখনউ সুপার জায়েন্টসের আকর্ষনীয় লোগো।

টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, প্রতিযোগিতায় তাদের দল যাতে মসৃণ ভাবে এগিয়ে যেতে পারে, সেই প্রত্যাশা থেকেই বেছে নেওয়া হয়েছে বিষ্ণুর বাহনকে। গোটা দেশবাসীর আবেগ ধরে রাখতে গরুড় পাখির দু’টি ডানায় ভারতের জাতীয় পতাকার তেরঙা রঙ করা হয়েছে।  ওই লোগোয় গরুড় পাখিটির দেহের মূল অংশে রয়েছে নীলের ছোঁয়া। সেই নীল রংয়ের ব্যাটের মাধ্যমে ক্রিকেটের ফ্লেভার আনার চেষ্টা হয়েছে। ব্যাটের উপর দিকে দেখা যাচ্ছে লাল রংয়ের একটি বল। যার সিমের রং আবার গেরুয়া। জয় তিলক ফুটিয়ে তুলতেই এমন ডিজাইন।

আরও পড়ুন: রামনবমী, ইডেনে অনিশ্চিত কেকেআর-লখনউ ম্যাচ

নতুন লোগো প্রকাশের পর লখনঊ সুপার জায়ান্টস কর্তৃপক্ষ জানিয়েছে যে, তারা এমন লোগোটি করেছেন সাফল্যের লক্ষ্যে পজিটিভ এনার্জি তুলে ধরতেই। তাদের দলটি হল প্রতিটি ভারতীয় ক্রিকেটপ্রেমীর দল।যে দলটা পুরো দেশকে ঐক্যবদ্ধ রাখবে। লখনউ ফ্র্যাঞ্চাইজি ইতিমধ্যে তাদের দলের অধিনায়কের নাম ঘোষণা করেছে। রেকর্ড অর্থ দিয়ে লোকেশ রাহুলকে অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে। জিম্বাবোয়ের সফল কোচ অ্যান্ডি ফ্লাওয়ারকে তারা দলের হেড কোচ হিসেবে নিযুক্ত করেছে। মেন্টর হিসেবে থাকছেন কলকাতা নাইট রাইডার্সের সফল অধিনায়ক  গৌতম গম্ভীর।

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

প্রকাশ হল আইপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি লখনউ সুপার জায়ান্টস এর লোগো

আপডেট : ১ ফেব্রুয়ারী ২০২২, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্কঃ ক’দিন আগে প্রকাশিত হয়েছিল আসন্ন আইপিএলে অংশগ্রহণ করতে চলা নতুন লখনউ ফ্র্যাঞ্চাইজির নাম। সঞ্জীব গোয়েঙ্কার দলের নাম ঘোষণা করেছিলেন, ‘লখনউ সুপার জায়েন্টস। আজ প্রকাশিত হলো তাদের অফিসিয়াল লোগো।  যদিও তাদের সেই লোগোতে পাওয়া যায় হিন্দু পুরাণের গল্পের ছোঁয়া। হিন্দু পুরাণ অনুযায়ী, বিষ্ণুর বাহন হল গরুড়। সেই গরুড়কে কেন্দ্র করেই তৈরি হয়েছে লখনউ সুপার জায়েন্টসের আকর্ষনীয় লোগো।

টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, প্রতিযোগিতায় তাদের দল যাতে মসৃণ ভাবে এগিয়ে যেতে পারে, সেই প্রত্যাশা থেকেই বেছে নেওয়া হয়েছে বিষ্ণুর বাহনকে। গোটা দেশবাসীর আবেগ ধরে রাখতে গরুড় পাখির দু’টি ডানায় ভারতের জাতীয় পতাকার তেরঙা রঙ করা হয়েছে।  ওই লোগোয় গরুড় পাখিটির দেহের মূল অংশে রয়েছে নীলের ছোঁয়া। সেই নীল রংয়ের ব্যাটের মাধ্যমে ক্রিকেটের ফ্লেভার আনার চেষ্টা হয়েছে। ব্যাটের উপর দিকে দেখা যাচ্ছে লাল রংয়ের একটি বল। যার সিমের রং আবার গেরুয়া। জয় তিলক ফুটিয়ে তুলতেই এমন ডিজাইন।

আরও পড়ুন: রামনবমী, ইডেনে অনিশ্চিত কেকেআর-লখনউ ম্যাচ

নতুন লোগো প্রকাশের পর লখনঊ সুপার জায়ান্টস কর্তৃপক্ষ জানিয়েছে যে, তারা এমন লোগোটি করেছেন সাফল্যের লক্ষ্যে পজিটিভ এনার্জি তুলে ধরতেই। তাদের দলটি হল প্রতিটি ভারতীয় ক্রিকেটপ্রেমীর দল।যে দলটা পুরো দেশকে ঐক্যবদ্ধ রাখবে। লখনউ ফ্র্যাঞ্চাইজি ইতিমধ্যে তাদের দলের অধিনায়কের নাম ঘোষণা করেছে। রেকর্ড অর্থ দিয়ে লোকেশ রাহুলকে অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে। জিম্বাবোয়ের সফল কোচ অ্যান্ডি ফ্লাওয়ারকে তারা দলের হেড কোচ হিসেবে নিযুক্ত করেছে। মেন্টর হিসেবে থাকছেন কলকাতা নাইট রাইডার্সের সফল অধিনায়ক  গৌতম গম্ভীর।