০৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

‘আন্দোলন চলবে’ জানিয়ে দিলেন, কৃষক নেতা রাকেশ টিকায়েত

পুবের কলম
  • আপডেট : ১৯ নভেম্বর ২০২১, শুক্রবার
  • / 18

পুবের কলম, ওয়েবডেস্কঃ আন্দোলন চলবে বলে জানিয়ে দিলেন কৃষক নেতা রাকেশ টিকায়েত। টিকায়েতের বার্তা থেকেই স্পষ্ট মোদি সরকারের কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্তের কাছেও কার্যত নতি স্বীকার করতে রাজি নন কৃষক নেতা। গত প্রায় একবছর ধরে কৃষক আন্দোলন চালিয়ে যাচ্ছে কৃষকরা। মোদির ঘোষণার পরেও কাগজে-কলমে প্রত্যাহার না হওয়া পর্যন্ত নিশ্চিন্ত হতে পারছেন না কৃষকরা, সেটাই বুঝিয়ে দিয়েছেন রাকেশ টিকায়েত।

এদিন ভারতীয় কিষাণ ইউনিয়নের নেতা রাকেশ টিকাইত (Rakesh Tikait)-এর মন্তব্য, ”আন্দোলন এখনই থামবে না। সংসদে কৃষি আইন বাতিল না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাদের। ন্যূনতম সহায়ক মূল্য (MSP) নিয়ে কথা বলে তারও সমাধান আশু প্রয়োজন।”

২০২০-র সেপ্টেম্বরে বিতর্কিত কৃষি আইন সংসদের উভয় কক্ষে পাস করিয়ে নেয় কেন্দ্রীয় সরকার।  দেশজুড়ে এই আন্দোলনকে ঘিরে পথে নামে কৃষকরা। কার্যত এই আন্দোলন গোটা দেশজুড়ে আলোড়ন তৈরি করে। কনকনে ঠাণ্ডাকে উপেক্ষা করে, রাজধানীতে এসে জড়ো হয় পঞ্জাব ও হরিয়ানা থেকে আসা কৃষকরা।

শুক্রবার জাতীর উদ্দেশে ভাষণে আইন প্রত্যাহারের কথা জানান খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যার অর্থ, কেন্দ্রীয় সরকার তথা মোদি সরকার কার্যত পিছু হঠলেন এই আইন নিয়ে। এদিন দিনের শুরুতেই মোদির আবেদন, কৃষকরা এবার ক্ষেতের কাজে ফিরে আসুন। আমাদের আবার নতুন করে শুরু করতে হবে।

প্রধানমন্ত্রীর এই ঘোষণার প্রেক্ষিতে রাহুল গান্ধি, প্রিয়াঙ্কা গান্ধি থেকে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় একযোগে কেন্দ্রের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানানোর পাশাপাশি আন্দোলনের মুখে মোদি সরকার নতি স্বীকার করতে বাধ্য হয়েছে বলেও সোচ্চার হয়েছেন তাঁরা। 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘আন্দোলন চলবে’ জানিয়ে দিলেন, কৃষক নেতা রাকেশ টিকায়েত

আপডেট : ১৯ নভেম্বর ২০২১, শুক্রবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ আন্দোলন চলবে বলে জানিয়ে দিলেন কৃষক নেতা রাকেশ টিকায়েত। টিকায়েতের বার্তা থেকেই স্পষ্ট মোদি সরকারের কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্তের কাছেও কার্যত নতি স্বীকার করতে রাজি নন কৃষক নেতা। গত প্রায় একবছর ধরে কৃষক আন্দোলন চালিয়ে যাচ্ছে কৃষকরা। মোদির ঘোষণার পরেও কাগজে-কলমে প্রত্যাহার না হওয়া পর্যন্ত নিশ্চিন্ত হতে পারছেন না কৃষকরা, সেটাই বুঝিয়ে দিয়েছেন রাকেশ টিকায়েত।

এদিন ভারতীয় কিষাণ ইউনিয়নের নেতা রাকেশ টিকাইত (Rakesh Tikait)-এর মন্তব্য, ”আন্দোলন এখনই থামবে না। সংসদে কৃষি আইন বাতিল না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাদের। ন্যূনতম সহায়ক মূল্য (MSP) নিয়ে কথা বলে তারও সমাধান আশু প্রয়োজন।”

২০২০-র সেপ্টেম্বরে বিতর্কিত কৃষি আইন সংসদের উভয় কক্ষে পাস করিয়ে নেয় কেন্দ্রীয় সরকার।  দেশজুড়ে এই আন্দোলনকে ঘিরে পথে নামে কৃষকরা। কার্যত এই আন্দোলন গোটা দেশজুড়ে আলোড়ন তৈরি করে। কনকনে ঠাণ্ডাকে উপেক্ষা করে, রাজধানীতে এসে জড়ো হয় পঞ্জাব ও হরিয়ানা থেকে আসা কৃষকরা।

শুক্রবার জাতীর উদ্দেশে ভাষণে আইন প্রত্যাহারের কথা জানান খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যার অর্থ, কেন্দ্রীয় সরকার তথা মোদি সরকার কার্যত পিছু হঠলেন এই আইন নিয়ে। এদিন দিনের শুরুতেই মোদির আবেদন, কৃষকরা এবার ক্ষেতের কাজে ফিরে আসুন। আমাদের আবার নতুন করে শুরু করতে হবে।

প্রধানমন্ত্রীর এই ঘোষণার প্রেক্ষিতে রাহুল গান্ধি, প্রিয়াঙ্কা গান্ধি থেকে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় একযোগে কেন্দ্রের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানানোর পাশাপাশি আন্দোলনের মুখে মোদি সরকার নতি স্বীকার করতে বাধ্য হয়েছে বলেও সোচ্চার হয়েছেন তাঁরা।