১৪ জানুয়ারী ২০২৬, বুধবার, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বাবরি ধ্বংস মামলার পরবর্তী শুনানি ১ আগস্ট

পুবের কলম ওয়েবডেস্কঃ উন্মত্ত করসেবকরা ১৯৯২ সালের ৬ ডিসেম্বর গুঁড়িয়ে দিয়েছিল বাবরি মসজিদ। অভিযোগের তীর ছিল বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানি, উমা ভারতী, মুরলি মনোহর যোশীদের বিরুদ্ধে। তবে আদালত জানিয়েছিল, তারা নির্দোষ।

 

আরও পড়ুন: ফের পিছোলো উমির খালিদের জামিন, পরবর্তী শুনানি ২০ নভেম্বর

বাবরি ধ্বংস মামলায় বেকসুর খালাস পেয়েছিলেন লালকৃষ্ণ আদবানী, মুরলী মনোহর যোশী, উমা ভারতী, সাধ্বী ঋতম্ভরা সহ মোট ৩২ জন। এই ৩২জনের বিরুদ্ধে ফের একটি মামলা দায়ের করেছিলেন হাজি মেহবুব ও সৈয়দ আখলাখ আহমেদ নামে দুই ব্যক্তি। এই ৩২ জনের বিরুদ্ধে ‘রিট’ পিটিশন দায়ের করেন তাঁরা। সোমবার ইলাহাবাদ হাইকোর্টে এর প্রথম দিনের শুনানি হয়। আদালত জানিয়েছে, এই রিভিউ পিটিশনটিকে ফৌজদারি আবেদন হিসেবে বিবেচনা করা হবে। ১ আগস্ট মামলাটির পরবর্তী শুনানি হবে বলে জানিয়েছে হাইকোর্টের লখনউ বেঞ্চ।

আরও পড়ুন: নতুন করে ওবিসি যাচাই করছে রাজ্য, মান্যতা দিয়ে মামলার পরবর্তী শুনানি ধার্য্য জুলাইয়ে

মামলাকারী হাজি মেহেবুব ও সৈয়দ আখলাখ আহমেদের দাবি, অভিযুক্তদের যেভাবে বেকসুর খালাস ঘোষণা করা হয়েছে সেটা যথাযথ নয়। দিনের আলোয় প্রকাশ্যে বাবরি গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। এর ভিডিয়ো, ছবি রয়েছে। তাই সব সাক্ষ্যপ্রমাণ ফের খতিয়ে দেখে বিচার করা হোক বলে দাবি জানিয়েছেন তারা।

আরও পড়ুন: তিরুপতি প্রসাদী লাড্ডুতে পশুর চর্বি কাণ্ডে গ্রেফতার ৪

 

প্রসঙ্গত উল্লেখ্য, ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর বাবরি ধ্বংস মামলায় রায় ঘোষণা করেছিল লখনউের বিশেষ সিবিআই আদালত। সেখানে বিজেপি নেতা লালকৃষ্ণ আডবানী, মুরলী মনোহর যোশী, উমা ভারতীদের নির্দোষ বলে ঘোষণা করা হয়েছিল।

 

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

জুনিয়র মিস ইন্ডিয়ায় বাঙালি কিশোরীর মাথায় মুকুট, চ্যাম্পিয়ন মালদহের প্রিন্সিপ্রিয়া

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বাবরি ধ্বংস মামলার পরবর্তী শুনানি ১ আগস্ট

আপডেট : ১৮ জুলাই ২০২২, সোমবার

পুবের কলম ওয়েবডেস্কঃ উন্মত্ত করসেবকরা ১৯৯২ সালের ৬ ডিসেম্বর গুঁড়িয়ে দিয়েছিল বাবরি মসজিদ। অভিযোগের তীর ছিল বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানি, উমা ভারতী, মুরলি মনোহর যোশীদের বিরুদ্ধে। তবে আদালত জানিয়েছিল, তারা নির্দোষ।

 

আরও পড়ুন: ফের পিছোলো উমির খালিদের জামিন, পরবর্তী শুনানি ২০ নভেম্বর

বাবরি ধ্বংস মামলায় বেকসুর খালাস পেয়েছিলেন লালকৃষ্ণ আদবানী, মুরলী মনোহর যোশী, উমা ভারতী, সাধ্বী ঋতম্ভরা সহ মোট ৩২ জন। এই ৩২জনের বিরুদ্ধে ফের একটি মামলা দায়ের করেছিলেন হাজি মেহবুব ও সৈয়দ আখলাখ আহমেদ নামে দুই ব্যক্তি। এই ৩২ জনের বিরুদ্ধে ‘রিট’ পিটিশন দায়ের করেন তাঁরা। সোমবার ইলাহাবাদ হাইকোর্টে এর প্রথম দিনের শুনানি হয়। আদালত জানিয়েছে, এই রিভিউ পিটিশনটিকে ফৌজদারি আবেদন হিসেবে বিবেচনা করা হবে। ১ আগস্ট মামলাটির পরবর্তী শুনানি হবে বলে জানিয়েছে হাইকোর্টের লখনউ বেঞ্চ।

আরও পড়ুন: নতুন করে ওবিসি যাচাই করছে রাজ্য, মান্যতা দিয়ে মামলার পরবর্তী শুনানি ধার্য্য জুলাইয়ে

মামলাকারী হাজি মেহেবুব ও সৈয়দ আখলাখ আহমেদের দাবি, অভিযুক্তদের যেভাবে বেকসুর খালাস ঘোষণা করা হয়েছে সেটা যথাযথ নয়। দিনের আলোয় প্রকাশ্যে বাবরি গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। এর ভিডিয়ো, ছবি রয়েছে। তাই সব সাক্ষ্যপ্রমাণ ফের খতিয়ে দেখে বিচার করা হোক বলে দাবি জানিয়েছেন তারা।

আরও পড়ুন: তিরুপতি প্রসাদী লাড্ডুতে পশুর চর্বি কাণ্ডে গ্রেফতার ৪

 

প্রসঙ্গত উল্লেখ্য, ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর বাবরি ধ্বংস মামলায় রায় ঘোষণা করেছিল লখনউের বিশেষ সিবিআই আদালত। সেখানে বিজেপি নেতা লালকৃষ্ণ আডবানী, মুরলী মনোহর যোশী, উমা ভারতীদের নির্দোষ বলে ঘোষণা করা হয়েছিল।