১৩ জানুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

শীতের সকালে বৃদ্ধ বাবাকে ঘরছাড়া করার অভিযোগ ছেলে বৌমার বিরুদ্ধে  

ইনামুল হক, বসিরহাট: শীতের সকালে বৃদ্ধ বাবাকে ঘরছাড়া করার অভিযোগ উঠল ছেলে ও বৌমার বিরুদ্ধে। বসিরহাটের স্বরূপনগর থানার কৈজুড়ি গ্রাম পঞ্চায়েতের কৈজুড়ি গ্রামের ঘটনা। বছর ৭২ এর রমেশ সরকার ভিক্ষাবৃত্তি করে উপার্জন ছেলে বৌমার হাতে তুলে দিত। এখন বার্ধক্যের ভারে আর ভিক্ষাবৃত্তি করতে পারে না।

জীবনে বেঁচে থাকার শেষ সম্বল একটু জমি ও  বাড়ি থাকা সত্ত্বেও আজ এক অসহায় বৃদ্ধ। কয়েক বছর আগে স্ত্রী মারা গেছে। একাকীত্ব গ্রাস করেছে। বয়সের ভারে খাটার অক্ষমতা। চোখ ও মুখের চামড়া গুটিয়ে গেছে। কোনও রকম ভাবে পথ চলতে পারে। এখন সংসারে বোঝা হয়ে পড়েছে।

আরও পড়ুন: রাজ্যপালকে খুনের হুমকি মেইল, অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ

ছেলে বৌমা জানিয়ে দেয় আর বাড়িতে থাকতে দেওয়া হবে না। জমি বাড়ি লিখে দিতে হবে। বৃদ্ধ  রাজি না হওয়ায় বেশ কয়েক মাস ধরে অশ্লীল গালিগালাজ ও মারধর করে বলে অভিযোগ।

আরও পড়ুন: খুনিদের রক্ষা! আখলাক হত্যাকাণ্ডের অভিযুক্তদের ছাড় দিতে উদ্যোগী উত্তরপ্রদেশ সরকার

ঘাড়  ধাক্কা গিয়ে বের করে দিয়েছে। ঠাঁই হয়েছে রাস্তায়।

আরও পড়ুন: বসিরহাটে সংখ্যালঘু মুখ হাজী নুরুলকে পেয়ে খুশি কর্মী সমর্থকরা 

স্বরূপনগর থানায় গিয়ে পুলিশ আধিকারিককে করজোড়ে জানান, বাবু বিচার চাই। এই নিয়ে অশীতিপর বৃদ্ধ ছেলে ও বৌমার নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন পুলিশের কাছে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে কৈজুড়ি গ্রামে।

নিজস্ব জমি ও সামান্য চাষের জায়গা ও ঘর বাড়ি থাকা সত্ত্বেও তার এখন ঠাঁই হয়েছে স্বরূপনগর থানায়।

নড়েচড়ে বসেছে পুলিশ ও প্রশাসন। পুলিশের জানায়, এটা আইনত দণ্ডনীয় অপরাধ। বৃদ্ধ বাবা মাকে এইভাবে ঘরছাড়া করা যায় না। তদন্ত করে দেখা হবে।

 

 

 

ট্যাগ :
সর্বধিক পাঠিত

ইরান ছাড়ার জরুরি সতর্কতা যুক্তরাষ্ট্রের, নাগরিকদের দ্রুত নিরাপদ স্থানে যাওয়ার আহ্বান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শীতের সকালে বৃদ্ধ বাবাকে ঘরছাড়া করার অভিযোগ ছেলে বৌমার বিরুদ্ধে  

আপডেট : ২৫ নভেম্বর ২০২২, শুক্রবার

ইনামুল হক, বসিরহাট: শীতের সকালে বৃদ্ধ বাবাকে ঘরছাড়া করার অভিযোগ উঠল ছেলে ও বৌমার বিরুদ্ধে। বসিরহাটের স্বরূপনগর থানার কৈজুড়ি গ্রাম পঞ্চায়েতের কৈজুড়ি গ্রামের ঘটনা। বছর ৭২ এর রমেশ সরকার ভিক্ষাবৃত্তি করে উপার্জন ছেলে বৌমার হাতে তুলে দিত। এখন বার্ধক্যের ভারে আর ভিক্ষাবৃত্তি করতে পারে না।

জীবনে বেঁচে থাকার শেষ সম্বল একটু জমি ও  বাড়ি থাকা সত্ত্বেও আজ এক অসহায় বৃদ্ধ। কয়েক বছর আগে স্ত্রী মারা গেছে। একাকীত্ব গ্রাস করেছে। বয়সের ভারে খাটার অক্ষমতা। চোখ ও মুখের চামড়া গুটিয়ে গেছে। কোনও রকম ভাবে পথ চলতে পারে। এখন সংসারে বোঝা হয়ে পড়েছে।

আরও পড়ুন: রাজ্যপালকে খুনের হুমকি মেইল, অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ

ছেলে বৌমা জানিয়ে দেয় আর বাড়িতে থাকতে দেওয়া হবে না। জমি বাড়ি লিখে দিতে হবে। বৃদ্ধ  রাজি না হওয়ায় বেশ কয়েক মাস ধরে অশ্লীল গালিগালাজ ও মারধর করে বলে অভিযোগ।

আরও পড়ুন: খুনিদের রক্ষা! আখলাক হত্যাকাণ্ডের অভিযুক্তদের ছাড় দিতে উদ্যোগী উত্তরপ্রদেশ সরকার

ঘাড়  ধাক্কা গিয়ে বের করে দিয়েছে। ঠাঁই হয়েছে রাস্তায়।

আরও পড়ুন: বসিরহাটে সংখ্যালঘু মুখ হাজী নুরুলকে পেয়ে খুশি কর্মী সমর্থকরা 

স্বরূপনগর থানায় গিয়ে পুলিশ আধিকারিককে করজোড়ে জানান, বাবু বিচার চাই। এই নিয়ে অশীতিপর বৃদ্ধ ছেলে ও বৌমার নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন পুলিশের কাছে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে কৈজুড়ি গ্রামে।

নিজস্ব জমি ও সামান্য চাষের জায়গা ও ঘর বাড়ি থাকা সত্ত্বেও তার এখন ঠাঁই হয়েছে স্বরূপনগর থানায়।

নড়েচড়ে বসেছে পুলিশ ও প্রশাসন। পুলিশের জানায়, এটা আইনত দণ্ডনীয় অপরাধ। বৃদ্ধ বাবা মাকে এইভাবে ঘরছাড়া করা যায় না। তদন্ত করে দেখা হবে।