০১ অগাস্ট ২০২৫, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

জেরুসালেমের পবিত্র স্থানগুলিতে প্রবেশাধিকার চান পোপ

ইমামা খাতুন
  • আপডেট : ১৭ এপ্রিল ২০২২, রবিবার
  • / 52

Pope Francis celebrates the Easter mass on April 17, 2022 at St. Peter's square in The Vatican. (Photo by Tiziana FABI / AFP)

পুবের কলম প্রতিবেদকঃ জেরুসালেম এমন একটি জায়গা যা মুসলিম, খ্রিস্টান এবং ইহুদি সকলের জন্যেই গুরুত্বপূর্ণ। এমনিতে ফিলিস্তিনে প্রতিদিন একটি একটু করে নিজের ভূমিতে কোনঠাসা করা হচ্ছে ফিলিস্তিনিদের। রমযানে প্রায় ফি জুম্মাতেই আলআকসা মসজিদে ফিলিস্তিনি মুসলিমদের ওপর হামলা চালাচ্ছে দখলদার ইসরাইলিরা। তা একপ্রকার রুটিনে পরিণত হয়েছে। পবিত্র রমযানে যেভাবে মুসলিমদের ওপর হামলা হয়েছে তার নিন্দা জানিয়েছে তুরস্ক, মিশর, সংযুক্ত আরব আমিরাত, সউদি আরব এবং কাতারের মত বহু দেশ।

 

আরও পড়ুন: রমযান: হৃদয় পরিবর্তনের বরকতময় এক মাস

ইস্টারের ভাষণে রবিবার পোপ ফ্রান্সিস বলেছেন, জেরুসালেমের পবিত্র স্থানগুলিতে সকলকে বিনা বাধায় প্রবেশাধিকার দেওয়া হোক। ইসরাইলি দখলদারদের সহিংসতার পর এই মন্তব্য করেন পোপ। ইস্টারের ভাষণে তিনি বলেন, এই মহিমান্বিত দিনে বছরের পর বছর ধরে চলা সংঘাত ও বিভাজনে জর্জরিত মধ্যপ্রাচ্যে শান্তি আসুক। আসুন আমরা জেরুসালেমের জন্য শান্তি কামনা করি। এই জেরুসালেমে আমরা খ্রিস্টান, ইহুদি এবং মুসলমান সকলের জন্য শান্তি কামনা করি। আমরা প্রার্থনা করি যাতে ইসরাইলি, ফিলিস্তিনি এবং পবিত্র নগরীতে বসবাসকারী সকল তীর্থযাত্রীরা সত্যের সৌন্দর্য অনুভব করতে পারেন। যাতে ভ্রাতৃত্বের বন্ধনে সকলে মিলে আমরা এই পবিত্র নগরীতে যেতে পারি এবং নিজেদের শ্রদ্ধা প্রদর্শন করতে পারি।

আরও পড়ুন: পবিত্র উমরাহ শুরুর ঘোষণা  

আরও পড়ুন: কিশোরের বুকে  গুলি পুলিশের, জবাব চায় পরিবার  

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জেরুসালেমের পবিত্র স্থানগুলিতে প্রবেশাধিকার চান পোপ

আপডেট : ১৭ এপ্রিল ২০২২, রবিবার

পুবের কলম প্রতিবেদকঃ জেরুসালেম এমন একটি জায়গা যা মুসলিম, খ্রিস্টান এবং ইহুদি সকলের জন্যেই গুরুত্বপূর্ণ। এমনিতে ফিলিস্তিনে প্রতিদিন একটি একটু করে নিজের ভূমিতে কোনঠাসা করা হচ্ছে ফিলিস্তিনিদের। রমযানে প্রায় ফি জুম্মাতেই আলআকসা মসজিদে ফিলিস্তিনি মুসলিমদের ওপর হামলা চালাচ্ছে দখলদার ইসরাইলিরা। তা একপ্রকার রুটিনে পরিণত হয়েছে। পবিত্র রমযানে যেভাবে মুসলিমদের ওপর হামলা হয়েছে তার নিন্দা জানিয়েছে তুরস্ক, মিশর, সংযুক্ত আরব আমিরাত, সউদি আরব এবং কাতারের মত বহু দেশ।

 

আরও পড়ুন: রমযান: হৃদয় পরিবর্তনের বরকতময় এক মাস

ইস্টারের ভাষণে রবিবার পোপ ফ্রান্সিস বলেছেন, জেরুসালেমের পবিত্র স্থানগুলিতে সকলকে বিনা বাধায় প্রবেশাধিকার দেওয়া হোক। ইসরাইলি দখলদারদের সহিংসতার পর এই মন্তব্য করেন পোপ। ইস্টারের ভাষণে তিনি বলেন, এই মহিমান্বিত দিনে বছরের পর বছর ধরে চলা সংঘাত ও বিভাজনে জর্জরিত মধ্যপ্রাচ্যে শান্তি আসুক। আসুন আমরা জেরুসালেমের জন্য শান্তি কামনা করি। এই জেরুসালেমে আমরা খ্রিস্টান, ইহুদি এবং মুসলমান সকলের জন্য শান্তি কামনা করি। আমরা প্রার্থনা করি যাতে ইসরাইলি, ফিলিস্তিনি এবং পবিত্র নগরীতে বসবাসকারী সকল তীর্থযাত্রীরা সত্যের সৌন্দর্য অনুভব করতে পারেন। যাতে ভ্রাতৃত্বের বন্ধনে সকলে মিলে আমরা এই পবিত্র নগরীতে যেতে পারি এবং নিজেদের শ্রদ্ধা প্রদর্শন করতে পারি।

আরও পড়ুন: পবিত্র উমরাহ শুরুর ঘোষণা  

আরও পড়ুন: কিশোরের বুকে  গুলি পুলিশের, জবাব চায় পরিবার