পুবের কলম, ওয়েবডেস্ক: উন্নাওয়ে নাবালিকা ধর্ষণ মামলায় বহিষ্কৃত বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারের জামিন ও সাজা স্থগিতের নির্দেশে আপাতত স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। সোমবার শীর্ষ আদালতে দীর্ঘ শুনানির পর স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, এখনই মুক্তি পাচ্ছেন না কুলদীপ। ফলে দিল্লি হাই কোর্টের দেওয়া জামিন ও সাজা স্থগিতের নির্দেশ কার্যকর থাকছে না।
প্রধান বিচারপতি সূর্য কান্ত এদিন বলেন, সাধারণত কোনও দোষী সাব্যস্ত ব্যক্তি জেল থেকে বেরিয়ে গেলে তার জামিন বাতিল করা হয় না। কিন্তু এই মামলার ক্ষেত্রে পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। কারণ, সংশ্লিষ্ট ব্যক্তি অন্য এক গুরুতর মামলাতেও দোষী সাব্যস্ত হয়েছেন। এই বিষয়টি বিবেচনায় রেখেই ২৩ ডিসেম্বর দিল্লি হাই কোর্টের দেওয়া রায়ে স্থগিতাদেশ দেওয়া হচ্ছে। আদালত জানিয়ে দেয়, কুলদীপ সিং সেঙ্গার আপাতত জেলেই থাকবেন।
উল্লেখ্য, উন্নাওয়ের নাবালিকা ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হয়ে কুলদীপ সিং সেঙ্গারের যাবজ্জীবন কারাদণ্ড হয়। তা সত্ত্বেও দিল্লি হাই কোর্ট তাঁর সাজা স্থগিত রেখে জামিনে মুক্তির নির্দেশ দিলে দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। নির্যাতিতা ও তাঁর পরিবার শুরু থেকেই এই রায়ের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন।
এই ইস্যুতে নির্যাতিতা ও তাঁর পরিবারের সদস্যরা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ও সনিয়া গান্ধীর সঙ্গেও সাক্ষাৎ করে আইনি সহায়তার আবেদন জানান। পরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই নিজেই দিল্লি হাই কোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। সোমবারের শুনানিতে সুপ্রিম কোর্ট আরও জানায়, নির্যাতিতা চাইলে আলাদা করে রিট পিটিশন দায়ের করতে পারবেন, এর জন্য আদালতের আলাদা অনুমতির প্রয়োজন নেই। প্রয়োজনে তাঁকে বিনামূল্যে আইনি সহায়তা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। কুলদীপের পক্ষ থেকে কাউন্টার এফিডেভিট জমা দিতে বলা হয়েছে। মামলার পরবর্তী শুনানি জানুয়ারি মাসে হবে। ততদিন পর্যন্ত জেলেই থাকতে হবে কুলদীপ সিং সেঙ্গারকে। সুপ্রিম কোর্টের এই নির্দেশে সন্তোষ প্রকাশ করেছেন নির্যাতিতা ও তাঁর পরিবার।




























