২৩ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, ৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

দুই মন্ত্রী সহ গোয়েন্দাপ্রধানের নাম ঘোষণা করল তালিবান

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৪ অগাস্ট ২০২১, মঙ্গলবার
  • / 51

পুবের কলম, ওয়েবডেস্কঃ দুই মন্ত্রী ও গোয়েন্দাপ্রধানের নাম ঘোষণা করল তালিবান। তবে দেশটি সরকার এখনও গঠন হয়নি। অর্থমন্ত্রী করা হয়েছে গুল আগাকে এবং ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী করা হয়েছে সদর ইব্রাহিমকে। এছাড়া গোয়েন্দাপ্রধান হবেন নাজিবুল্লাহ। আফগানিস্তানের বার্তা সংস্থা পাজহোকের তথ্য অনুসারে মঙ্গলবার রয়টার্স এই খবর জানায়।

২০২১ সালের ১৫ আগস্ট প্রায় বিনা বাধায় আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান। সরকার গঠনের প্রক্রিয়া এগিয়ে নিতে তৎপরতা শুরু করেছে তারা। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত রাষ্ট্রক্ষমতায় ছিল তালেবান। এরপর যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনীর হস্তক্ষেপে তারা ক্ষমতাচ্যুত হয়। ওই সময় শরিয়াহ আইন অনুসারে দেশ পরিচালনা করেছিল তারা।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দুই মন্ত্রী সহ গোয়েন্দাপ্রধানের নাম ঘোষণা করল তালিবান

আপডেট : ২৪ অগাস্ট ২০২১, মঙ্গলবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ দুই মন্ত্রী ও গোয়েন্দাপ্রধানের নাম ঘোষণা করল তালিবান। তবে দেশটি সরকার এখনও গঠন হয়নি। অর্থমন্ত্রী করা হয়েছে গুল আগাকে এবং ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী করা হয়েছে সদর ইব্রাহিমকে। এছাড়া গোয়েন্দাপ্রধান হবেন নাজিবুল্লাহ। আফগানিস্তানের বার্তা সংস্থা পাজহোকের তথ্য অনুসারে মঙ্গলবার রয়টার্স এই খবর জানায়।

২০২১ সালের ১৫ আগস্ট প্রায় বিনা বাধায় আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান। সরকার গঠনের প্রক্রিয়া এগিয়ে নিতে তৎপরতা শুরু করেছে তারা। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত রাষ্ট্রক্ষমতায় ছিল তালেবান। এরপর যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনীর হস্তক্ষেপে তারা ক্ষমতাচ্যুত হয়। ওই সময় শরিয়াহ আইন অনুসারে দেশ পরিচালনা করেছিল তারা।