০২ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, ১৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ক্লাসরুমে শিস দেওয়ায় ৬ ছাত্রের চুল কেটে নিলেন শিক্ষিকা,চাঞ্চল্য এলাকায়

ইমামা খাতুন
  • আপডেট : ২৯ জুলাই ২০২২, শুক্রবার
  • / 86

REPRESENTATIVE IMAGE

পুবের কলম ওয়েবডেস্ক: ক্লাসে বসে শিস দিয়েছে বেশ কয়েক পড়ুয়া।সেই অপরাধে সন্দেহভাজন ছয়জন ছাত্রের মাথার চুল কাঁচি দিয়ে কেটে দেওয়ার অভিযোগ উঠল স্কুলের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে। এই ঘটনার জেরে রীতিমতো আতঙ্কিত পড়ুয়ারা। চাঞ্চল্য ছড়িয়েছে স্কুল চত্বরেও। এমনকি প্রধান শিক্ষিকার এমন অমানবিক আচরণের বিরুদ্ধে সরব হয়েছেন বেশ কয়েক অভিভাবকরাও।ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়েছে আড়িয়াদহের কালাচাঁদ হাইস্কুলে।

 

আরও পড়ুন: আল-আমিন মিশনের সৌজন্যে উচ্চ মাধ্যমিকে সম্ভাব্য কুড়ির মধ্যে কুঁড়েঘরের কন্যা রিফা সুলতানা

 

আরও পড়ুন: পাটনা বিশ্ববিদ্যালয়ের হস্টেলে খুন কলেজ পড়ুয়া

সূত্রের খবর, বৃহস্পতিবার দক্ষিণেশ্বর আড়িয়াদহ কালাচাঁদ হাইস্কুলে নবম শ্রেণির স্কুলের ক্লাস চলাকালীন ক্লাসের মধ্যে শিস দিচ্ছিল বেশ কয়েকজন ছাত্র।

আরও পড়ুন: আগামী বছরের উচ্চ মাধ্যমিকের পরীক্ষার তারিখ জানাল পর্ষদ

সেই সময় ক্লাসে যিনি পড়াচ্ছিলেন, সেই শিক্ষিকা জানতে চান কোন ছাত্র এভাবে বদমাইশি করেছে। কেউ কোনও জবাব না দেওয়ায় সন্দেহবশত ছয়জন ছাত্রকে স্কুলের প্রধান শিক্ষিকার ঘরে নিয়ে যান তিনি।

 

এরপর প্রধান শিক্ষিকা তাদের কাছে জানতে চাওয়ায় কে তাদের মধ্যে শিস বাজিয়েছে,ছাত্ররা কোনও উত্তর না দেওয়ায়, প্রধান শিক্ষিকা নিজের হাতে কাঁচি দিয়ে তাদের চুল কেটে দেন। হঠাত্‍ করেই স্কুলের ভেতর এমন ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন পড়ুয়ারা।

 

আলমবাজার এলাকার স্থানীয় বাসিন্দা সেই স্কুলেরই ছাত্র সায়ন্তন মান্নার পরিবারের দাবি, এই ধরনের ঘটনায় বেশ আতঙ্কিত হয়েছে পড়ুয়ারা।তবে শিক্ষাঙ্গনে এই ধরনের ঘটনায় শিক্ষিকার অমানবিক মুখ প্রমাণ ধরা দিল।

 

উপস্থিত সকল অভিভাবকদের একটাই কথা, ‘শাস্তি অনেকরকম হতে পারে কিন্তু এই ধরনের শাস্তি তাঁরা কোনওভাবে মন থেকে মেনে নিতে পারছেন না’। এইটা শুধু স্কুলের ছাত্রছাত্রী নয়,বাইরের সমাজেও খারাপ প্রভাব পরবে।

 

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ক্লাসরুমে শিস দেওয়ায় ৬ ছাত্রের চুল কেটে নিলেন শিক্ষিকা,চাঞ্চল্য এলাকায়

আপডেট : ২৯ জুলাই ২০২২, শুক্রবার

পুবের কলম ওয়েবডেস্ক: ক্লাসে বসে শিস দিয়েছে বেশ কয়েক পড়ুয়া।সেই অপরাধে সন্দেহভাজন ছয়জন ছাত্রের মাথার চুল কাঁচি দিয়ে কেটে দেওয়ার অভিযোগ উঠল স্কুলের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে। এই ঘটনার জেরে রীতিমতো আতঙ্কিত পড়ুয়ারা। চাঞ্চল্য ছড়িয়েছে স্কুল চত্বরেও। এমনকি প্রধান শিক্ষিকার এমন অমানবিক আচরণের বিরুদ্ধে সরব হয়েছেন বেশ কয়েক অভিভাবকরাও।ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়েছে আড়িয়াদহের কালাচাঁদ হাইস্কুলে।

 

আরও পড়ুন: আল-আমিন মিশনের সৌজন্যে উচ্চ মাধ্যমিকে সম্ভাব্য কুড়ির মধ্যে কুঁড়েঘরের কন্যা রিফা সুলতানা

 

আরও পড়ুন: পাটনা বিশ্ববিদ্যালয়ের হস্টেলে খুন কলেজ পড়ুয়া

সূত্রের খবর, বৃহস্পতিবার দক্ষিণেশ্বর আড়িয়াদহ কালাচাঁদ হাইস্কুলে নবম শ্রেণির স্কুলের ক্লাস চলাকালীন ক্লাসের মধ্যে শিস দিচ্ছিল বেশ কয়েকজন ছাত্র।

আরও পড়ুন: আগামী বছরের উচ্চ মাধ্যমিকের পরীক্ষার তারিখ জানাল পর্ষদ

সেই সময় ক্লাসে যিনি পড়াচ্ছিলেন, সেই শিক্ষিকা জানতে চান কোন ছাত্র এভাবে বদমাইশি করেছে। কেউ কোনও জবাব না দেওয়ায় সন্দেহবশত ছয়জন ছাত্রকে স্কুলের প্রধান শিক্ষিকার ঘরে নিয়ে যান তিনি।

 

এরপর প্রধান শিক্ষিকা তাদের কাছে জানতে চাওয়ায় কে তাদের মধ্যে শিস বাজিয়েছে,ছাত্ররা কোনও উত্তর না দেওয়ায়, প্রধান শিক্ষিকা নিজের হাতে কাঁচি দিয়ে তাদের চুল কেটে দেন। হঠাত্‍ করেই স্কুলের ভেতর এমন ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন পড়ুয়ারা।

 

আলমবাজার এলাকার স্থানীয় বাসিন্দা সেই স্কুলেরই ছাত্র সায়ন্তন মান্নার পরিবারের দাবি, এই ধরনের ঘটনায় বেশ আতঙ্কিত হয়েছে পড়ুয়ারা।তবে শিক্ষাঙ্গনে এই ধরনের ঘটনায় শিক্ষিকার অমানবিক মুখ প্রমাণ ধরা দিল।

 

উপস্থিত সকল অভিভাবকদের একটাই কথা, ‘শাস্তি অনেকরকম হতে পারে কিন্তু এই ধরনের শাস্তি তাঁরা কোনওভাবে মন থেকে মেনে নিতে পারছেন না’। এইটা শুধু স্কুলের ছাত্রছাত্রী নয়,বাইরের সমাজেও খারাপ প্রভাব পরবে।