০২ জুলাই ২০২৫, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

রেডিও টাওয়ার ও ট্রান্সমিটার খুলে নিয়ে পালাল চোর

সামিমা এহসানা
  • আপডেট : ১০ ফেব্রুয়ারী ২০২৪, শনিবার
  • / 39

পুবের কলম ওয়েব ডেস্ক: চুরি কি শুধু আর্থিকভাবে পিছিয়ে পড়া দেশেই হয়? নাকি উন্নত দেশেও, এই নিয়ে বিস্তর আলোচনা চলতে পারে। কিন্তু আমেরিকার আলাবামার একটি ঘটনা সাক্ষী দিচ্ছে, চুরি হয় উন্নত দেশেও। আমেরিকার ছোট্ট একটি শহর আলাবামা। সেখানে বাস করেন জাসপার সম্প্রদায়ের মানুষজন। খবর ও বিভিন্ন তথ্যের জন্য তারা নির্ভর করেন সেখানকার এএম রেডিও স্টেশনগুলির উপর। সম্প্রতি রেডিয়ো স্টেশনের সঙ্গে যুক্ত কর্মীরা এসে দেখেন সেখানকার একমাত্র এম রেডিয়ো স্টেশনের ২০০ ফুট রেডিয়ো টাওয়ার সহ ট্রান্সমিটার খুলে নিয়ে পালিয়ে গেছে চোর।

খবর শুনতে পাচ্ছেন না বলে বেজায় সমস্যায় পড়ছেন এলাকাবাসী। ওই সব মেশিন–পত্রের দাম প্রায় ৮৩ লক্ষ টাকা। আপাতত ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে সেই টাকা জোগাড় করার ব্যবস্থা চলছে। ১৯৫০ সালে ওই রেডিয়ো টাওয়ার বসানো হয়েছিল। এই প্রথম তাতে হাত পড়ল চোরেদের।

আরও পড়ুন: স্কুলে চুরি করতে এসে কিছু না পেয়ে ভাঙচুর চালালো চোরের দল

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রেডিও টাওয়ার ও ট্রান্সমিটার খুলে নিয়ে পালাল চোর

আপডেট : ১০ ফেব্রুয়ারী ২০২৪, শনিবার

পুবের কলম ওয়েব ডেস্ক: চুরি কি শুধু আর্থিকভাবে পিছিয়ে পড়া দেশেই হয়? নাকি উন্নত দেশেও, এই নিয়ে বিস্তর আলোচনা চলতে পারে। কিন্তু আমেরিকার আলাবামার একটি ঘটনা সাক্ষী দিচ্ছে, চুরি হয় উন্নত দেশেও। আমেরিকার ছোট্ট একটি শহর আলাবামা। সেখানে বাস করেন জাসপার সম্প্রদায়ের মানুষজন। খবর ও বিভিন্ন তথ্যের জন্য তারা নির্ভর করেন সেখানকার এএম রেডিও স্টেশনগুলির উপর। সম্প্রতি রেডিয়ো স্টেশনের সঙ্গে যুক্ত কর্মীরা এসে দেখেন সেখানকার একমাত্র এম রেডিয়ো স্টেশনের ২০০ ফুট রেডিয়ো টাওয়ার সহ ট্রান্সমিটার খুলে নিয়ে পালিয়ে গেছে চোর।

খবর শুনতে পাচ্ছেন না বলে বেজায় সমস্যায় পড়ছেন এলাকাবাসী। ওই সব মেশিন–পত্রের দাম প্রায় ৮৩ লক্ষ টাকা। আপাতত ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে সেই টাকা জোগাড় করার ব্যবস্থা চলছে। ১৯৫০ সালে ওই রেডিয়ো টাওয়ার বসানো হয়েছিল। এই প্রথম তাতে হাত পড়ল চোরেদের।

আরও পড়ুন: স্কুলে চুরি করতে এসে কিছু না পেয়ে ভাঙচুর চালালো চোরের দল