০১ অগাস্ট ২০২৫, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

১৭ তম সন্তানের জন্ম দিতে চলেছেন এই মার্কিন মহিলা, ১৬ জন সন্তানের তিন জোড়া যমজ, পড়লে চমকে উঠবেন

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৫ সেপ্টেম্বর ২০২২, সোমবার
  • / 37

 

পুবের কলম ওয়েবডেস্ক: মোট ১৬ সন্তানের বাবা, মা মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার কার্লোস ও প্যাটি। ১৭ তম সন্তানের জন্ম দিতে চলেছেন প্যাটি।আপাতত মার্কিন মুলুক জুড়ে এই দম্পতি কে নিয়ে আলোচনা।

আরও পড়ুন: যক্ষার চিকিৎসা নিতে রাজি নন মার্কিন মহিলা, জারি গ্রেফতারি পরোয়ানা  

গর্বিত প্যাটি জানিয়েছেন বিবাহিত জীবনের ১৪ বছরই তিনি অন্তঃসত্ত্বা অবস্থায় কাটিয়েছেন। এই ১৬ জন সন্তানের মধ্যে মোট ৬ জন ছেলে, ১০ জন মেয়ে। তাদের মধ্যে আবারও ৩ জোড়া যমজ।

আরও পড়ুন: ঘরপরিবার ত্যাগ করে,মুসলিম হলেন মার্কিনি এই মহিলা, চিনে নিন তাঁকে

বাবা কার্লোস একটি ২০ সিটের স্কুল বাস চালিয়ে সন্তানদের স্কুল পৌঁছান। রীতিমতো লাইন করে স্কুলে ঢোকে ছেলে মেয়েরা। সেই দৃশ্যও দেখার মত। স্কুল কর্তৃপক্ষও এই বাহিনীর জন্য তৎপর থাকেন।

আরও পড়ুন: টাইট জিন্স পরে আইসিইউ-তে মার্কিন তরুণী, বললেন ‘‘মরতে মরতে বাঁচলাম’

কার্লোস ও প্যাটির বাড়িতে সন্তানদের জন্য মোট ৫ টি বেডরুম আছে। যেখানে বাঙ্ক বেডের ব্যবস্থা করা হয়েছে। প্রতি সপ্তাহে কার্লোস ও প্যাটি ও সন্তানদের খাবার খরচ ভারতীয় মুদ্রায় ৭২ হাজার টাকা।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

১৭ তম সন্তানের জন্ম দিতে চলেছেন এই মার্কিন মহিলা, ১৬ জন সন্তানের তিন জোড়া যমজ, পড়লে চমকে উঠবেন

আপডেট : ৫ সেপ্টেম্বর ২০২২, সোমবার

 

পুবের কলম ওয়েবডেস্ক: মোট ১৬ সন্তানের বাবা, মা মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার কার্লোস ও প্যাটি। ১৭ তম সন্তানের জন্ম দিতে চলেছেন প্যাটি।আপাতত মার্কিন মুলুক জুড়ে এই দম্পতি কে নিয়ে আলোচনা।

আরও পড়ুন: যক্ষার চিকিৎসা নিতে রাজি নন মার্কিন মহিলা, জারি গ্রেফতারি পরোয়ানা  

গর্বিত প্যাটি জানিয়েছেন বিবাহিত জীবনের ১৪ বছরই তিনি অন্তঃসত্ত্বা অবস্থায় কাটিয়েছেন। এই ১৬ জন সন্তানের মধ্যে মোট ৬ জন ছেলে, ১০ জন মেয়ে। তাদের মধ্যে আবারও ৩ জোড়া যমজ।

আরও পড়ুন: ঘরপরিবার ত্যাগ করে,মুসলিম হলেন মার্কিনি এই মহিলা, চিনে নিন তাঁকে

বাবা কার্লোস একটি ২০ সিটের স্কুল বাস চালিয়ে সন্তানদের স্কুল পৌঁছান। রীতিমতো লাইন করে স্কুলে ঢোকে ছেলে মেয়েরা। সেই দৃশ্যও দেখার মত। স্কুল কর্তৃপক্ষও এই বাহিনীর জন্য তৎপর থাকেন।

আরও পড়ুন: টাইট জিন্স পরে আইসিইউ-তে মার্কিন তরুণী, বললেন ‘‘মরতে মরতে বাঁচলাম’

কার্লোস ও প্যাটির বাড়িতে সন্তানদের জন্য মোট ৫ টি বেডরুম আছে। যেখানে বাঙ্ক বেডের ব্যবস্থা করা হয়েছে। প্রতি সপ্তাহে কার্লোস ও প্যাটি ও সন্তানদের খাবার খরচ ভারতীয় মুদ্রায় ৭২ হাজার টাকা।