২৮ নভেম্বর ২০২৫, শুক্রবার, ১১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
এবার অন্ধ্রপ্রদেশ, পরীক্ষামূলক যাত্রার সময়ে বন্দেভারতে পাথর ছুড়ে ভাঙা হল জানলার কাঁচ
অর্পিতা লাহিড়ী
- আপডেট : ১২ জানুয়ারী ২০২৩, বৃহস্পতিবার
- / 117
পুবের কলম ওয়েবডেস্ক: আবারও হামলা বন্দেভারত এক্সপ্রেসে। তবে এবার বাংলা নয়, গন্তব্য অন্ধ্রপ্রদেশ। আগামী ১৯ জানুয়ারি অন্ধ্রে বন্দেভারত এক্সপ্রেসের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগেই পাথর ছুড়ে ভাঙা হল বন্দেভারত এক্সপ্রেসের কাঁচ এমনটাই অভিযোগ।
বুধবার সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী শহর বিশাখাপত্তনমে বন্দে ভারত এক্সপ্রেসের উপর পাথর ছোড়া হয় বলে অভিযোগ। পাথরের আঘাতে একটি কামরার জানলার কাচ ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও রেল সূত্রের খবর, যদিও সে সময় ট্রেনে কোনও যাত্রী ছিলেন না।
বিশাখাপত্তনম থেকে মাররিপেলমের উদ্দেশ্যে পরীক্ষামূলক যাত্রার সময় এই পাথর ছোড়া হয় বলে দাবি করা হয়েছে। পাথরের আঘাতে ক্ষতিগ্রস্থ হয়েছে ট্রেনটির জানলার কাঁচ।

















































