০৬ মে ২০২৫, মঙ্গলবার, ২৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

এবার বিদেশিদের নাগরিকত্ব দেবে সউদি আরব

ইমামা খাতুন
  • আপডেট : ১৯ মার্চ ২০২৩, রবিবার
  • / 9

পুবের কলম, ওয়েবডেস্ক: অভ্যন্তরীণ নীতিতে বড় ধরনের পরিবর্তন করে এবার সউদি আরব বাছাই করা বিদেশিদের নাগরিকত্ব দেবে। এই নির্দেশ  দিয়েছেনে সউদি আরবের প্রধানমন্ত্রী এবং যুবরাজ মুহাম্মদ বিন সলমান। অভ্যন্তরীণ মন্ত্রক ২০২৩ সালের জানুয়ারি মাসে এই প্রস্তাব পাঠিয়েছিল। তার ভিত্তিতেই বিদেশিদের নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। আইনে এই নতুন সংশোধনের খবর দেওয়া হয়েছে মক্কার সরকারি ট্যুইটার অ্যাকাউন্টে এবং খবরটি প্রকাশ করেছে সউদি আরবের সরকারি সংবাদপত্র ‘উম আল কুরা’ গত শুক্রবার ১৭ মার্চ তারিখের সংস্করণে। সরকারিভাবে জানানো হয়েছে যে সংশ্লিষ্ট সব বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে সরকারি এই সিদ্ধান্ত সেদিন থেকেই চালু হবে, যেদিন সিদ্ধান্তের খবর প্রকাশিত হয়েছে সংবাদপত্রে। সউদি আরবের বিদেশিদের নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্তকে মনে করা হচ্ছে তাদের অভ্যন্তরীণ নীতিতে এক বড় পরিবর্তন হিসেবে। কারণ এর জন্য সউদি নাগরিকত্ব আইনে পরিবর্তন করা হয়েছে। বিদেশিদের সউদি নাগরিকত্ব দেওয়ার পথে মূল বাধা ছিল আইনের ২৮নং ধারা। এই ধারা এখন রদ করে দেওয়া হয়েছে। ২০২৩ সালের ১১ জানুয়ারি সউদি নাগরিকত্ব আইনে রাজকীয় ফরমানের মাধ্যমে সংশোধন করা হয়েছিল। বাকি ছিল প্রধানমন্ত্রীর অনুমোদন। সেটিও এখন পাওয়া গিয়েছে। সরকারি ঘোষণায় বলা হয়েছে কোনও সন্তানের যদি সউদি মা থাকেন এবং বিদেশি পিতা থাকেন তাহলে সে কতিপয় শর্তসাপেক্ষে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে। শর্তগুলি হল ১) আবেদনকারীর বয়স ১৮ বছর কিংবা তার বেশি হতে হবে ২) তাকে আরবি ভাষায় পারদর্শী হতে হবে ৩) তার ভালো চরিত্র থাকতে হবে, ৪) ছয়মাসের বেশি সে যেন জেলবন্দি না থেকে থাকে।  ২০২১ সালের নভেম্বর মাসে একাধিক পেশায় নিযুক্ত বিশেষ দক্ষতাসম্পন্ন কর্মীদের সউদি নাগরিকত্ব দেওয়া হয়েছে। আইনজীবী, ডাক্তার, বিজ্ঞানী, সংস্কৃতির জগতে ব্যক্তি, খেলাধূলার জগতের ব্যক্তি এবং প্রযুক্তি ক্ষেত্রে দক্ষতাসম্পন্ন বিদেশিদেরই নাগরিকত্ব দেওয়া হয়েছে। এর উদ্দেশ্য ছিল বিভিন্ন পেশায় গুণসম্পন্ন এবং সৃষ্টিশীল মানুষদের সউদি আরবের প্রতি আকৃষ্ট করা।

আরও পড়ুন: Pahalgam Terror Attack: ভারত-পাক উত্তেজনা, মধ্যস্থতার প্রস্তাব ইরান-সউদির

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

এবার বিদেশিদের নাগরিকত্ব দেবে সউদি আরব

আপডেট : ১৯ মার্চ ২০২৩, রবিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: অভ্যন্তরীণ নীতিতে বড় ধরনের পরিবর্তন করে এবার সউদি আরব বাছাই করা বিদেশিদের নাগরিকত্ব দেবে। এই নির্দেশ  দিয়েছেনে সউদি আরবের প্রধানমন্ত্রী এবং যুবরাজ মুহাম্মদ বিন সলমান। অভ্যন্তরীণ মন্ত্রক ২০২৩ সালের জানুয়ারি মাসে এই প্রস্তাব পাঠিয়েছিল। তার ভিত্তিতেই বিদেশিদের নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। আইনে এই নতুন সংশোধনের খবর দেওয়া হয়েছে মক্কার সরকারি ট্যুইটার অ্যাকাউন্টে এবং খবরটি প্রকাশ করেছে সউদি আরবের সরকারি সংবাদপত্র ‘উম আল কুরা’ গত শুক্রবার ১৭ মার্চ তারিখের সংস্করণে। সরকারিভাবে জানানো হয়েছে যে সংশ্লিষ্ট সব বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে সরকারি এই সিদ্ধান্ত সেদিন থেকেই চালু হবে, যেদিন সিদ্ধান্তের খবর প্রকাশিত হয়েছে সংবাদপত্রে। সউদি আরবের বিদেশিদের নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্তকে মনে করা হচ্ছে তাদের অভ্যন্তরীণ নীতিতে এক বড় পরিবর্তন হিসেবে। কারণ এর জন্য সউদি নাগরিকত্ব আইনে পরিবর্তন করা হয়েছে। বিদেশিদের সউদি নাগরিকত্ব দেওয়ার পথে মূল বাধা ছিল আইনের ২৮নং ধারা। এই ধারা এখন রদ করে দেওয়া হয়েছে। ২০২৩ সালের ১১ জানুয়ারি সউদি নাগরিকত্ব আইনে রাজকীয় ফরমানের মাধ্যমে সংশোধন করা হয়েছিল। বাকি ছিল প্রধানমন্ত্রীর অনুমোদন। সেটিও এখন পাওয়া গিয়েছে। সরকারি ঘোষণায় বলা হয়েছে কোনও সন্তানের যদি সউদি মা থাকেন এবং বিদেশি পিতা থাকেন তাহলে সে কতিপয় শর্তসাপেক্ষে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে। শর্তগুলি হল ১) আবেদনকারীর বয়স ১৮ বছর কিংবা তার বেশি হতে হবে ২) তাকে আরবি ভাষায় পারদর্শী হতে হবে ৩) তার ভালো চরিত্র থাকতে হবে, ৪) ছয়মাসের বেশি সে যেন জেলবন্দি না থেকে থাকে।  ২০২১ সালের নভেম্বর মাসে একাধিক পেশায় নিযুক্ত বিশেষ দক্ষতাসম্পন্ন কর্মীদের সউদি নাগরিকত্ব দেওয়া হয়েছে। আইনজীবী, ডাক্তার, বিজ্ঞানী, সংস্কৃতির জগতে ব্যক্তি, খেলাধূলার জগতের ব্যক্তি এবং প্রযুক্তি ক্ষেত্রে দক্ষতাসম্পন্ন বিদেশিদেরই নাগরিকত্ব দেওয়া হয়েছে। এর উদ্দেশ্য ছিল বিভিন্ন পেশায় গুণসম্পন্ন এবং সৃষ্টিশীল মানুষদের সউদি আরবের প্রতি আকৃষ্ট করা।

আরও পড়ুন: Pahalgam Terror Attack: ভারত-পাক উত্তেজনা, মধ্যস্থতার প্রস্তাব ইরান-সউদির