৩১ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

হাওড়া- আমতা  লোকালের  তিনটি বগি লাইনচ্যুত, কোনমতে প্রাণে রক্ষা যাত্রীদের

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৩ ফেব্রুয়ারী ২০২৩, বৃহস্পতিবার
  • / 21

 

 

 

 

 

আইভি আদক, হাওড়া: হাওড়ার মাজুতে লোকাল ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত। হতাহতের খবর নেই। প্রাণে রক্ষা যাত্রীদের। বৃহস্পতিবার বেলা ১২-৫০ মিনিট নাগাদ দক্ষিণ পূর্ব রেলের আমতা শাখার মাজু স্টেশন থেকে এক কিলোমিটার দূরে মাজু প্যাসেঞ্জার হল্টে আপ আমতা লোকালের তিনটি বগি লাইনচ্যুত হয়।এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলে দক্ষিণ পূর্ব রেলের তরফ থেকে দাবি করা হয়েছে।

জানা গিয়েছে, এদিন ট্রেনটি মহেন্দ্রলাল নগর থেকে ছেড়ে মাজু স্টেশনে ঢোকার মুখে দুর্ঘটনাটি ঘটে।তবে চালকের তৎপরতায় বড় সড় দুর্ঘটনা থেকে ট্রেনটি রেহাই পেয়েছে বলে মনে করছেন যাত্রীরা।তবে সকাল বা সন্ধ্যার দিকে এই ঘটনা ঘটলে কি হতো তার ভেবেই শিউরে‌ উঠছেন সকলে। খবর পেয়ে এদিন ঘটনাস্থলে ছুটে যান রেলের আধিকারিকরা। খোলা হয়েছে রেলের হেল্প ডেস্ক নম্বর।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

হাওড়া- আমতা  লোকালের  তিনটি বগি লাইনচ্যুত, কোনমতে প্রাণে রক্ষা যাত্রীদের

আপডেট : ২৩ ফেব্রুয়ারী ২০২৩, বৃহস্পতিবার

 

 

 

 

 

আইভি আদক, হাওড়া: হাওড়ার মাজুতে লোকাল ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত। হতাহতের খবর নেই। প্রাণে রক্ষা যাত্রীদের। বৃহস্পতিবার বেলা ১২-৫০ মিনিট নাগাদ দক্ষিণ পূর্ব রেলের আমতা শাখার মাজু স্টেশন থেকে এক কিলোমিটার দূরে মাজু প্যাসেঞ্জার হল্টে আপ আমতা লোকালের তিনটি বগি লাইনচ্যুত হয়।এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলে দক্ষিণ পূর্ব রেলের তরফ থেকে দাবি করা হয়েছে।

জানা গিয়েছে, এদিন ট্রেনটি মহেন্দ্রলাল নগর থেকে ছেড়ে মাজু স্টেশনে ঢোকার মুখে দুর্ঘটনাটি ঘটে।তবে চালকের তৎপরতায় বড় সড় দুর্ঘটনা থেকে ট্রেনটি রেহাই পেয়েছে বলে মনে করছেন যাত্রীরা।তবে সকাল বা সন্ধ্যার দিকে এই ঘটনা ঘটলে কি হতো তার ভেবেই শিউরে‌ উঠছেন সকলে। খবর পেয়ে এদিন ঘটনাস্থলে ছুটে যান রেলের আধিকারিকরা। খোলা হয়েছে রেলের হেল্প ডেস্ক নম্বর।