০২ অগাস্ট ২০২৫, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

আজ  মহালয়া,  পিতৃপক্ষের অবসানে, গঙ্গার ঘাটে তর্পণের ভিড়, দেখুন পুবের কলম ডিজিটালে ফটো গ্যালারি

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২২, রবিবার
  • / 54

রবিবার সকালে বাবুঘাটে তর্পণের ভিড়

 

 

 

পুবের কলম ওয়েবডেস্কঃ   মহালয়া,  পিতৃপক্ষের অবসানে  দেবীপক্ষের শুরু।  ভোরের আলো ফুটতেই ঘাটে ঘাটে দেখা যায়  তর্পণের চেনা ছবি।  ভোর থেকেই শুরু হয়েছে পিতৃপুরুষের উদেশ্যে জলদান। বাবুঘাট, হাওড়ার চাঁদপাল ঘাট, জগন্নাথ ঘাট, বাগবাজার ঘাট  সর্বত্রই দেখা যায় চেনা ছবি।

আজ  মহালয়া,  পিতৃপক্ষের অবসানে, গঙ্গার ঘাটে তর্পণের ভিড়, দেখুন পুবের কলম ডিজিটালে ফটো গ্যালারি
হাওড়ার জগন্নাথঘাটে তর্পণের ভিড়

 

মহালয়া তিথিতে যারা পিতৃ-মাতৃহীন তারা তাদের পূর্বপূরূষের স্মরণ করেন, পূর্বপূরুষের আত্নার শান্তি কামনা করে অঞ্জলি প্রদান করেন ।

আজ  মহালয়া,  পিতৃপক্ষের অবসানে, গঙ্গার ঘাটে তর্পণের ভিড়, দেখুন পুবের কলম ডিজিটালে ফটো গ্যালারি
পিতৃপুরুষ কে জল নিবেদন
আজ  মহালয়া,  পিতৃপক্ষের অবসানে, গঙ্গার ঘাটে তর্পণের ভিড়, দেখুন পুবের কলম ডিজিটালে ফটো গ্যালারি
গঙ্গার ঘাটে উপচে পড়া ভিড়

 

সনাতন ধর্ম অনুসারে এই দিনে প্রয়াত আত্নাদের মর্ত্যে পাঠিয়ে দেয়া হয়, প্রয়াত আত্নার যে সমাবেশ হয় তাহাকে মহালয় বলা হয় । মহালয় থেকে মহালয়া । যে মহান আলয় তাঁরা আছেন সেখান থেকে  আজ তাঁরা আসেন সন্তানের হাতে  জল পেয়ে তৃপ্ত হন।পিতৃপক্ষের ও শেষদিন এটি।  কলকাতা ও হাওড়ার বিভিন্ন ঘাটে তর্পণের ছবি ক্যামেরাবন্দি করেছেন পুবের কলম ডিজিটালের চিত্রসাংবাদিক সন্দীপ সাহা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আজ  মহালয়া,  পিতৃপক্ষের অবসানে, গঙ্গার ঘাটে তর্পণের ভিড়, দেখুন পুবের কলম ডিজিটালে ফটো গ্যালারি

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২২, রবিবার

 

 

 

পুবের কলম ওয়েবডেস্কঃ   মহালয়া,  পিতৃপক্ষের অবসানে  দেবীপক্ষের শুরু।  ভোরের আলো ফুটতেই ঘাটে ঘাটে দেখা যায়  তর্পণের চেনা ছবি।  ভোর থেকেই শুরু হয়েছে পিতৃপুরুষের উদেশ্যে জলদান। বাবুঘাট, হাওড়ার চাঁদপাল ঘাট, জগন্নাথ ঘাট, বাগবাজার ঘাট  সর্বত্রই দেখা যায় চেনা ছবি।

আজ  মহালয়া,  পিতৃপক্ষের অবসানে, গঙ্গার ঘাটে তর্পণের ভিড়, দেখুন পুবের কলম ডিজিটালে ফটো গ্যালারি
হাওড়ার জগন্নাথঘাটে তর্পণের ভিড়

 

মহালয়া তিথিতে যারা পিতৃ-মাতৃহীন তারা তাদের পূর্বপূরূষের স্মরণ করেন, পূর্বপূরুষের আত্নার শান্তি কামনা করে অঞ্জলি প্রদান করেন ।

আজ  মহালয়া,  পিতৃপক্ষের অবসানে, গঙ্গার ঘাটে তর্পণের ভিড়, দেখুন পুবের কলম ডিজিটালে ফটো গ্যালারি
পিতৃপুরুষ কে জল নিবেদন
আজ  মহালয়া,  পিতৃপক্ষের অবসানে, গঙ্গার ঘাটে তর্পণের ভিড়, দেখুন পুবের কলম ডিজিটালে ফটো গ্যালারি
গঙ্গার ঘাটে উপচে পড়া ভিড়

 

সনাতন ধর্ম অনুসারে এই দিনে প্রয়াত আত্নাদের মর্ত্যে পাঠিয়ে দেয়া হয়, প্রয়াত আত্নার যে সমাবেশ হয় তাহাকে মহালয় বলা হয় । মহালয় থেকে মহালয়া । যে মহান আলয় তাঁরা আছেন সেখান থেকে  আজ তাঁরা আসেন সন্তানের হাতে  জল পেয়ে তৃপ্ত হন।পিতৃপক্ষের ও শেষদিন এটি।  কলকাতা ও হাওড়ার বিভিন্ন ঘাটে তর্পণের ছবি ক্যামেরাবন্দি করেছেন পুবের কলম ডিজিটালের চিত্রসাংবাদিক সন্দীপ সাহা