০১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ইসলাম ধর্ম গ্রহণ শীর্ষ মার্কিন পাদ্রির

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৬ ফেব্রুয়ারী ২০২৩, রবিবার
  • / 19

পুবের কলম, ওয়েব ডেস্ক   : ইসলামের অন্বেষণে যাঁরাই বেরিয়েছেন জীবনের এক পর্যায়ে গিয়ে তাঁরা নিজে থেকেই এসেছেন ইসলামের ছায়াতলে। বিশ্বের বিভিন্ন প্রান্তে এরকম বহু মানুষ রয়েছেন যারা প্রথমে ইসলামকে ঘৃণা করলেও পরবর্তীতে এই ধর্মেই শান্তি খুঁজে পেয়েছেন। বহু ধর্মের মানুষ অবিরত গ্রহণ করেছেন চলেছেন ইসলাম ধর্ম। এবার ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আমেরিকার শীর্ষ পাদ্রি ফাদার হিলারিয়ান হেইগি। ইসলাম গ্রহণের পর হেইগি নিজের নাম রেখেছেন সাইদ আব্দুল লতিফ। সম্প্রতি সোশ্যাল মিডিয়াগুলিতে ফাদার হেইগির ইসলাম ধর্মগ্রহণের বিষয়টি নিয়ে বেশ আলোচনা শুরু হয়েছে। ইসলাম বিষয়ে ফাদার হিলারিয়ান হেইগির আগ্রহ অনেক পুরানো।

আজ থেকে প্রায় ২০ বছর আগে হেইগি একইসঙ্গে মুসলমান এবং খ্রিস্টান হিসেবে পাদ্রির দায়িত্ব পালন করার ব্যাপারে আগ্রহ দেখিয়েছিলেন। তবে তখনও তিনি ইসলাম গ্রহণ করেননি। সম্প্রতি তিনি এক ব্লগ পোস্টে তার ইসলাম ধর্ম গ্রহণের বিষয়টি নিশ্চিত করেন।  ইসলাম ধর্ম গ্রহণের বিষয়টিকে তিনি আবারও ইসলামে ফিরে আসার অনুভূতির সঙ্গে তুলনা করে বলেন, ‘আমার ইসলাম গ্রহণ মূলত আবারও ইসলামে ফিরে আসার মতো। অনেকটা যেন, আমি আবার নিজ বাড়িতে ফিরে এলাম।’

আরও পড়ুন: বাক্-স্বাধীনতা থাকলেই ধর্মীয় ভাবাবেগে আঘাত করা যায় না– শর্মিষ্ঠার অন্তর্বর্তী জামিনের আবেদন খারিজ

২০০৩ সালে ফাদার হিলারিয়ান হেইগি অ্যান্টিওকিয়ান অর্থোডক্স চার্চের আনুগত্য গ্রহণ করেন। পরে ২০১৭ সালে পূর্ব ক্যাথলিক চার্চে যোগদান করেন। তার আগে উইসকনসিনের সেন্ট নাজানিয়ানের হোলি রিজারেকশন মোনাস্টেরি থেকে বাইজেন্টাইন ক্যাথলিক যাজক-সন্ন্যাসী হওয়ার বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। হেইগি একটি ব্লগ পোস্টে তাঁর ইসলাম গ্রহণের ব্যাপারে বিস্তারিত জানান। এই সিদ্ধান্তে মুসলিম সম্প্রদায় তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে উল্লেখ করে হেইগি ওরফে আব্দুল লতিফ বলেন, ‘মুসলিমরা আমাকে ব্যক্তিগতভোবে এবং অনলাইনে অবিশ্বাস্য উষ্ণতা এবং আতিথেয়তা দেখিয়েছে। এমন আতিথেয়তা আমি আগে কখনই দেখিনি।’

আরও পড়ুন: ইসলামের দাওয়াত সবার জন্য

আরও পড়ুন: ইসলাম: শান্তির পয়গাম

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইসলাম ধর্ম গ্রহণ শীর্ষ মার্কিন পাদ্রির

আপডেট : ২৬ ফেব্রুয়ারী ২০২৩, রবিবার

পুবের কলম, ওয়েব ডেস্ক   : ইসলামের অন্বেষণে যাঁরাই বেরিয়েছেন জীবনের এক পর্যায়ে গিয়ে তাঁরা নিজে থেকেই এসেছেন ইসলামের ছায়াতলে। বিশ্বের বিভিন্ন প্রান্তে এরকম বহু মানুষ রয়েছেন যারা প্রথমে ইসলামকে ঘৃণা করলেও পরবর্তীতে এই ধর্মেই শান্তি খুঁজে পেয়েছেন। বহু ধর্মের মানুষ অবিরত গ্রহণ করেছেন চলেছেন ইসলাম ধর্ম। এবার ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আমেরিকার শীর্ষ পাদ্রি ফাদার হিলারিয়ান হেইগি। ইসলাম গ্রহণের পর হেইগি নিজের নাম রেখেছেন সাইদ আব্দুল লতিফ। সম্প্রতি সোশ্যাল মিডিয়াগুলিতে ফাদার হেইগির ইসলাম ধর্মগ্রহণের বিষয়টি নিয়ে বেশ আলোচনা শুরু হয়েছে। ইসলাম বিষয়ে ফাদার হিলারিয়ান হেইগির আগ্রহ অনেক পুরানো।

আজ থেকে প্রায় ২০ বছর আগে হেইগি একইসঙ্গে মুসলমান এবং খ্রিস্টান হিসেবে পাদ্রির দায়িত্ব পালন করার ব্যাপারে আগ্রহ দেখিয়েছিলেন। তবে তখনও তিনি ইসলাম গ্রহণ করেননি। সম্প্রতি তিনি এক ব্লগ পোস্টে তার ইসলাম ধর্ম গ্রহণের বিষয়টি নিশ্চিত করেন।  ইসলাম ধর্ম গ্রহণের বিষয়টিকে তিনি আবারও ইসলামে ফিরে আসার অনুভূতির সঙ্গে তুলনা করে বলেন, ‘আমার ইসলাম গ্রহণ মূলত আবারও ইসলামে ফিরে আসার মতো। অনেকটা যেন, আমি আবার নিজ বাড়িতে ফিরে এলাম।’

আরও পড়ুন: বাক্-স্বাধীনতা থাকলেই ধর্মীয় ভাবাবেগে আঘাত করা যায় না– শর্মিষ্ঠার অন্তর্বর্তী জামিনের আবেদন খারিজ

২০০৩ সালে ফাদার হিলারিয়ান হেইগি অ্যান্টিওকিয়ান অর্থোডক্স চার্চের আনুগত্য গ্রহণ করেন। পরে ২০১৭ সালে পূর্ব ক্যাথলিক চার্চে যোগদান করেন। তার আগে উইসকনসিনের সেন্ট নাজানিয়ানের হোলি রিজারেকশন মোনাস্টেরি থেকে বাইজেন্টাইন ক্যাথলিক যাজক-সন্ন্যাসী হওয়ার বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। হেইগি একটি ব্লগ পোস্টে তাঁর ইসলাম গ্রহণের ব্যাপারে বিস্তারিত জানান। এই সিদ্ধান্তে মুসলিম সম্প্রদায় তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে উল্লেখ করে হেইগি ওরফে আব্দুল লতিফ বলেন, ‘মুসলিমরা আমাকে ব্যক্তিগতভোবে এবং অনলাইনে অবিশ্বাস্য উষ্ণতা এবং আতিথেয়তা দেখিয়েছে। এমন আতিথেয়তা আমি আগে কখনই দেখিনি।’

আরও পড়ুন: ইসলামের দাওয়াত সবার জন্য

আরও পড়ুন: ইসলাম: শান্তির পয়গাম