২৮ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ১০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
ছট পুজোর সকালে কাটোয়ায় মর্মান্তিক দুর্ঘটনা, ভাগীরথীতে তলিয়ে গেল দুই ভাই
কিবরিয়া আনসারি
- আপডেট : ২৮ অক্টোবর ২০২৫, মঙ্গলবার
- / 105
পুবের কলম, ওয়েবডেস্ক: ছট পুজোর সকালে ভয়াবহ দুর্ঘটনা কাটোয়ায়। মঙ্গলবার ভোরে দেবরাজ ঘাটে ভাগীরথীতে স্নান করতে নেমে তলিয়ে গেল দুই ভাই— শিভম সাউ (২০) ও সুজন সাউ (২৩)। দু’জনেরই বাড়ি কাটোয়ার ন্যাশনাল পাড়ায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাবা ও কাকার সঙ্গে পুজোর আচার শেষে স্নান করতে নামতেই হঠাৎ পা পিছলে গভীরে ডুবে যায় তারা। পরিবারের চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন এবং পুলিশকে খবর দেওয়া হয়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ডুবুরি দল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী তল্লাশি শুরু করে। সকাল থেকেই দেবরাজ ঘাট ও আশপাশের এলাকায় ছট পুজোর ভিড় থাকলেও, এই দুর্ঘটনায় নেমে আসে শোকের ছায়া। নিখোঁজ দুই ভাইয়ের সন্ধানে জোরকদমে চলছে তল্লাশি।





































