ত্রিপুরায় ফের আক্রান্ত তৃণমূল,অনুমতির পরেও সভা করতে বাধা পুলিশের
- আপডেট : ২৬ অক্টোবর ২০২১, মঙ্গলবার
- / 45
পুবের কলম ওয়েবডেস্কঃ ফের তৃণমূলের ওপর(Tmc) আক্রমণের অভিযোগ উঠল ত্রিপুরাতে। মঙ্গলবার দলীয় সভায় যাওয়ার পথে ত্রিপুরার অমরবাজারের কাছে তৃণমূলের গাড়ি আটকে দেওয়ার অভিযোগ ওঠে।
তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন অমরপুর নতুনবাজারে একটি কর্মীসভায় অনেকের তৃণমূলে যোগ দেওয়ার কথা ছিল, সভায় যাওয়ার পথেই খবর আসে দলের কর্মীদের মারধর করা হচ্ছে, ছোঁড়া হচ্ছে পাথর। তবে সব বাধা অগ্রাহ্য করে এগিয়ে যাওয়ার সময় মূল সভাস্থলের মাত্র ২০০ মিটার দূরে তাদের আটকে দেয় এসডিওপিওর নেতৃত্বে ত্রিপুরা পুলিশের এক বিশাল বাহিনী ।
কুণাল আরও বলেন পুলিশকে সভার অনুমতির কাগজ দেখালেও কোন কাজের কাজ কিছুই হয়নি।
উল্লেখ্য এইদিন আগরতলায় তৃণমূলের একাধিক কর্মসূচী ছিল। পেট্রপণ্যের মূল্যবৃদ্ধি, রান্নার গ্যাসের দাম বৃদ্ধি প্রভৃতি।
মঙ্গলবার আগরতলায় বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন ত্রিপুরা তৃণমূল কংগ্রেসের স্টিয়ারিং কমিটির আহ্ববায়ক সুবল ভৌমিক, এবং তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ।
গতকাল সোমবারও জোড়াফুল শিবিরের গাড়ি ভাংচুরের অভিযোগ ওঠে। ধারাবাহিক ভাবেই বিপ্লব দেবের সরকারের বিরুদ্ধে জোড়াফুল শিবিরের বিরোধিতার অভিযোগ ওঠে।
২২ অক্টোবরও রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। পরিকল্পনা করেই সুস্মিতার ওপর আক্রমণ করা হয় বলে অভিযোগ করে ঘাসফুল শিবির। এই ঘটনায় ত্রিপুরা পুলিশের কাছে স্মারক লিপিও জমা দেন তৃণমূল নেতৃত্বর। উল্লেখ্য আগামী ২৫ নভেম্বর ত্রিপুরায় পুরভোট। তার আগেই ৩১ শে অক্টোবর ফের ত্রিপুরা যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।