তৃণমূল কংগ্রেস শহিদের রক্তে গড়ে ওঠা দল: সৌগত

- আপডেট : ২১ জুলাই ২০২২, বৃহস্পতিবার
- / 9
পুবের কলম, ওয়েবডেস্ক: ২১শে জুলাই নিয়ে ধর্মতলার মঞ্চ থেকে বক্তব্য রাখলেন তৃণমূলের বর্ষীয়ান নেতা সৌগত রায়। আজ এই মহাসমাবেশের মঞ্চ থেকেই সৌগত রায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কঠিন সংগ্রামের ইতিহাস তুলে ধরে বলেন, মমতা শহিদদের ভুলতে দেননি। আজ উন্নয়নের ফসল পাচ্ছে মানুষ। এখান থেকে সৌগত নেতা কেন্দ্র সরকারকে চ্যালেঞ্জ জানিয়ে বলেন, বিজেপির নেতা বলেছিলেন ২০০ পার করবে। এখনও দিল্লির লড়াই বাকি আছে। কেন্দ্রকে সরকারকে তোপ দেগে লাগাতার মূল্যবৃদ্ধি হয়ে চলেছে। সৌগত রায় বলেন, তৃণমূল কংগ্রেস শহিদের দল। শহিদের রক্তে গড়ে উঠেছে তৃণমূল।
উল্লেখ্য, ২১ তৃণমূলের বিরাট জয়ের পর আজ দীর্ঘ দু বছর পর প্রকাশ্য সমাবেশ। ২১শে জুলাই ঘিরে উন্মাদনার পারদ তুঙ্গে। কাতারে কাতারে মানুষের ঢল। ত্রিস্তরীয় নিরাপত্তার বলয়ের মোড়কে ধর্মতলা। পুলিশ ছাড়াও সিসিক্যামেরা দিয়ে মুড়ে ফেলা হয়েছে ধর্মতলা চত্বরকে। চতুর্দিকে ব্যারিকেড সহ পুলিশের টহলদারি চলছে।