উচ্ছেদ নোটিশের প্রতিবাদে স্টেশন মাস্টারকে স্মারকলিপি তৃণমূল কংগ্রেসের
- আপডেট : ১৬ মে ২০২২, সোমবার
- / 5
কৌশিক সালুই বীরভূম: রেলের উচ্ছেদ নোটিশের প্রতিবাদে স্টেশন মাস্টারকে স্মারকলিপি তৃণমূল কংগ্রেসের। ঘটনাটি ঘটেছে সোমবার বীরভূমের সিউড়ি রেল স্টেশনে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস সবাই কেন্দ্রের বিজেপি সরকার প্রতিহিংসামূলক আচরণ করছে। হাই উচ্ছেদ নোটিশ বাতিল করতে হবে কিংবা উপযুক্ত পুনর্বাসন দিতে হবে না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি আন্দোলনকারীদের।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে সিউড়ির রেলের জায়গায় বেআইনি দখলদারির অভিযোগে উচ্ছেদের নোটিশ ধরানো হয়েছে। এই মাসের মধ্যেই জমি খালি করতে হবে। ঘটনার প্রতিবাদে সিউড়ী শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সিউড়ি রেল স্টেশন মাস্টারকে স্মারকলিপি প্রদান করা হয় রেলমন্ত্রী এবং ডি আর এম এর উদ্দেশ্যে। রেল স্টেশন সংলগ্ন প্রায় সাতশোর বেশি পরিবারকে রেলের জায়গা দখল করে বসবাস করার জন্য তা খালি করে দেওয়ার নোটিশ ধরানো হয়েছে। কিছু পরিবারকে আগামী কুড়ি তারিখের মধ্যে এছাড়া বাকিদেরকে আগামী 28 তারিখের মধ্যে সরে যেতে বলা হয়েছে। সংশ্লিষ্ট জায়গাগুলিতে সিংহভাগ মানুষজন হতদরিদ্র পরিবার।
কেউ বা দিনমজুরি কেউবা ভিক্ষাবৃত্তি করে দিন গুজরান করেন। এদের মধ্যে সিউড়ি রেল স্টেশন সংলগ্ন স্থানে যৌনকর্মীদের পঞ্চাশটি মত ঝুপড়ি আছে। সংশ্লিষ্ট দখলদাররা30 থেকে 50 বছর ধরে ওই স্থানে বসবাস করছেন বলে দাবি করেছেন। ওই এলাকা গুলি সিউড়ি পৌরসভার 18 এবং 19 নাম্বার এর অন্তর্ভুক্ত। স্থানীয় দুর্বার সংগঠনের নেত্রী পূজা বিবি বলেন,”পেটের টানে সংসারের জন্য বহু মহিলা এখানে রোজকার করছেন। আমাদের কোন উপায় নেই তাই বাধ্য হয়ে সরকারি জমিতে আমরা বসে আছি। যদি এখান থেকে সরানো হয় তাহলে আমাদেরকে উপযুক্ত পুনর্বাসন দেওয়া হোক”। সিউড়ী শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পৌরসভার সদস্য মহম্মদ শফি বলেন,”রাজ্য সরকারের প্রতি কেন্দ্রের বিজেপি সরকারের বঞ্চনা নতুন কিছু নয়। বিমাতৃসুলভ ও প্রতি হিংসা পরানের জন্য এই ধরনের উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে। এর প্রতিবাদে আমরা রেলওয়ে স্টেশন মাস্টার এর মাধ্যমে রেলমন্ত্রী ও ডি আর এম কে স্মারকলিপি প্রদান করেছি”।