মেঘালয়ে খাতা খুলল তৃণমূল কংগ্রেস, এগোচ্ছে বিজেপি

- আপডেট : ২ মার্চ ২০২৩, বৃহস্পতিবার
- / 5
পুবের কলম, ওয়েবডেস্ক: নাগাল্যান্ডে ৯ হাজার ভোটে জয়ী হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী টিআর জেলিয়াং। নাগাল্যান্ডে গণনা চলছে। ভোটের হার ছিল ৮২ শতাংশের বেশি। উত্তর অঙ্গামি-২ আসন থেকে ১৫,৮২৪ ভোটে জিতলেন নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেফিউ রিও।
নাগাল্যান্ডে এগোচ্ছে বিজেপি। বর্তমানে ২টি আসনে জয়ী হয়েছে বিজেপি। এগিয়ে রয়েছে ১২টি আসনে। নাগাল্যান্ডের তুয়েনসাং সদর-১ আসন থেকে জয়ী বিজেপি প্রার্থী বাসাংমোংবা চ্যাং।
মেঘালয়ের বিজেপি সভাপতি আর্নেস্ট মারউই পশ্চিম শিলং আসনে ৪১৪৬ ভোটে পরাজিত হয়েছেন। মুখ্যমন্ত্রী কনরাড সাংমা রাজ্যবাসীকে ধন্যবাদ জানিয়েছেন। সাংমা বলেন, আমাদের কাছে এখনও কয়েকটি আসন সংখ্যা কম আছে, তাই আমরা চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষা করছি। চূড়ান্ত ফল কী তা দেখেই আমরা পরবর্তী পদক্ষেপ নেব। মেঘালয়ে ৩ আসনে এগিয়ে বিজেপি। মেঘালয়ে অনেকটাই এগিয়ে গেল এনপিপি। ৫টি আসনে জয়ী হয়েছে এনপিপি, এগিয়ে রয়েছে ২১টি আসনে।
অন্যদিকে মেঘালয়ে খাতা খুলল তৃণমূল কংগ্রেস। ১টি আসনে জয়ী হল তৃণমূল। বর্তমানে ৪টি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস।