০৭ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

পুরুলিয়ায় তৃণমূল নেতা ধনঞ্জয় চৌবে খুনে গ্রেফতার ২

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৩ জুন ২০২৩, শুক্রবার
  • / 70

পুবের কলম, ওয়েবডেস্ক: পুরুলিয়ায় দাপুটে তৃণমূল নেতা, ব্যবসায়ী খুনে গ্রেফতার ২। খুনের ১২ ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার ভর সন্ধ্যাবেলা খুন তৃণমূল নেতা ধনঞ্জয় চৌবে।  ধৃতের মধ্যে একজন কুখ্যাত দুষ্কৃতী মহম্মদ জামাল। অপরজন তার সহযোগী হিসেবে পরিচিত আরশাদ হোসেন। পঞ্চায়েত ভোটে কংগ্রেসের প্রার্থী  হয়েছিল সে। এদিকে তৃণমূল নেতা খুন হওয়ার পর থেকেই উত্তপ্ত হয়ে পুরুলিয়ার আদ্রা। দফায় দফায় বিক্ষোভ চলে। তবে  অভিযুক্তরা গ্রেফতার হতেই অবরোধ তুলে নিলেন পুরুলিয়ার  তৃণমূল কর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আচমকাই কয়েকজন দুষ্কৃতী এসে তৃণমূল নেতাকে লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি চালাতে থাকে। ঘটনাস্থলেই রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়েন মধ্যবয়সী ধনঞ্জয় চৌবে। তাঁকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ হন দেহরক্ষীও।

আরও পড়ুন: চাঁদাবাজির অভিযোগ, মণিপুর থেকে গ্রেফতার ৫ নিষিদ্ধ-সংগঠনের সদস্য

গতকাল সন্ধে থেকে পুরুলিয়ার সবকটি নাকা পয়েন্টে চেকিং চালানো হয়। আনা হয় স্নিফার ডগ। দীর্ঘ তল্লাশির পর শুক্রবার ভোরে গ্রেফতার করা হয় কুখ্যাত দুষ্কৃতী মহম্মদ জামাল ও তার সহযোগি হিসেবে এলাকায় পরিচিত আরশাদকে।

আরও পড়ুন: প্রতিরক্ষার গোপন তথ্য পাচার, গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার বিশাল যাদব

তবে, এই প্রথম নয়। এর আগে একাধিক খুনের ঘটনায় নাম জড়িয়েছে আদ্রার বেনিয়াশোলের বাসিন্দা জামালের।  সুপারি কিলার হিসেবে কাজ করে জামাল, এমনটাই খবর।

আরও পড়ুন: ‘অপারেশন সিঁদুর’ নিয়ে প্রশ্ন, গ্রেফতার কংগ্রেস নেতা

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পুরুলিয়ায় তৃণমূল নেতা ধনঞ্জয় চৌবে খুনে গ্রেফতার ২

আপডেট : ২৩ জুন ২০২৩, শুক্রবার

পুবের কলম, ওয়েবডেস্ক: পুরুলিয়ায় দাপুটে তৃণমূল নেতা, ব্যবসায়ী খুনে গ্রেফতার ২। খুনের ১২ ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার ভর সন্ধ্যাবেলা খুন তৃণমূল নেতা ধনঞ্জয় চৌবে।  ধৃতের মধ্যে একজন কুখ্যাত দুষ্কৃতী মহম্মদ জামাল। অপরজন তার সহযোগী হিসেবে পরিচিত আরশাদ হোসেন। পঞ্চায়েত ভোটে কংগ্রেসের প্রার্থী  হয়েছিল সে। এদিকে তৃণমূল নেতা খুন হওয়ার পর থেকেই উত্তপ্ত হয়ে পুরুলিয়ার আদ্রা। দফায় দফায় বিক্ষোভ চলে। তবে  অভিযুক্তরা গ্রেফতার হতেই অবরোধ তুলে নিলেন পুরুলিয়ার  তৃণমূল কর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আচমকাই কয়েকজন দুষ্কৃতী এসে তৃণমূল নেতাকে লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি চালাতে থাকে। ঘটনাস্থলেই রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়েন মধ্যবয়সী ধনঞ্জয় চৌবে। তাঁকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ হন দেহরক্ষীও।

আরও পড়ুন: চাঁদাবাজির অভিযোগ, মণিপুর থেকে গ্রেফতার ৫ নিষিদ্ধ-সংগঠনের সদস্য

গতকাল সন্ধে থেকে পুরুলিয়ার সবকটি নাকা পয়েন্টে চেকিং চালানো হয়। আনা হয় স্নিফার ডগ। দীর্ঘ তল্লাশির পর শুক্রবার ভোরে গ্রেফতার করা হয় কুখ্যাত দুষ্কৃতী মহম্মদ জামাল ও তার সহযোগি হিসেবে এলাকায় পরিচিত আরশাদকে।

আরও পড়ুন: প্রতিরক্ষার গোপন তথ্য পাচার, গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার বিশাল যাদব

তবে, এই প্রথম নয়। এর আগে একাধিক খুনের ঘটনায় নাম জড়িয়েছে আদ্রার বেনিয়াশোলের বাসিন্দা জামালের।  সুপারি কিলার হিসেবে কাজ করে জামাল, এমনটাই খবর।

আরও পড়ুন: ‘অপারেশন সিঁদুর’ নিয়ে প্রশ্ন, গ্রেফতার কংগ্রেস নেতা