০১ অক্টোবর ২০২৫, বুধবার, ১৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

তৃণমূলের অঞ্চল সভাপতিকে গুলি করে খুনের অভিযোগ

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৩ জুলাই ২০২১, মঙ্গলবার
  • / 63

পুবের কলম, ওয়েব ডেস্ক: পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের  লাকুরিয়ার অসীম দাসকে গুলি করে খুনের অভিযোগ। কাশেমনগর থেকে বাইকে বাড়ি ফেরার পথে তাঁর ওপর হামলা চালানো হয় বলে জানা গেছে। তৃণমূল নেতার বাইক আটকে গুলি করে চম্পট দেয় দুষ্কৃতীরা। এই ঘটনায় বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল। রাজ্যের শাসক দলের অভিযোগ, এলাকা দখলের জন্য বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলার ঘটনা ঘটেছে। শাসক দলের অভিযোগ এলাকা দখলের জন্য বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালিয়েছে। অন্যদিকে বিজেপি দাবি করে তৃণমূলের অন্তর্দ্বন্দ্বেই এই খুন। এর সঙ্গে গেরুয়া শিবিরের কোন সম্পর্ক নেই। অভিযোগ খারিজ করে দিয়েছে বিজেপি। তাদের দাবি,তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের কারণে এই খুন। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার।

আরও পড়ুন: বিজেপি সহ বিরোধী দল থেকে প্রায় ১৯০০ জন কর্মী সমর্থকের তৃনমূলে যোগদান

জানা গেছে, বাইকে করে ফেরার সময় অসীম দাসকে কেউ ‘দাদা’ বলে ডাকে। ডাক শুনে থামতেই একজন এগিয়ে এসে খুব কাছ থেকে অসীম দাসকে লক্ষ্য করে গুলি চালায়। তারপর বাইকে চড়ে আততায়ীরা ফেরার হয়ে যায়। গুলির শব্দ শুনে ছুটে আসেন স্থানীয় লোকজন। তাঁরা অসীম দাসকে হাসপাতালে নিয়ে যান। সেই সময় পুলিশও ঘটনাস্থলে চলে আসে।

আরও পড়ুন: Trinamool protest stage: গান্ধিমূর্তির পাদদেশে তৃণমূলের মঞ্চ খুলছিল সেনা, খবর পেয়েই পৌঁছলেন মমতা

পুলিশের অনুমান, আততায়ী অসীম দাসের পরিচিত। সেজন্য তার কন্ঠস্বর শুনে তিনি দাঁড়িয়ে পড়েন। ঘটনার সঙ্গে রাজনীতির যোগ রয়েছে কিনা, বা ব্যক্তিগত কারণে এই খুন, তা খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন: Trinamool Congress: যৌথ সংসদীয় কমিটি বয়কটের সিদ্ধান্ত তৃণমূলের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

তৃণমূলের অঞ্চল সভাপতিকে গুলি করে খুনের অভিযোগ

আপডেট : ১৩ জুলাই ২০২১, মঙ্গলবার

পুবের কলম, ওয়েব ডেস্ক: পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের  লাকুরিয়ার অসীম দাসকে গুলি করে খুনের অভিযোগ। কাশেমনগর থেকে বাইকে বাড়ি ফেরার পথে তাঁর ওপর হামলা চালানো হয় বলে জানা গেছে। তৃণমূল নেতার বাইক আটকে গুলি করে চম্পট দেয় দুষ্কৃতীরা। এই ঘটনায় বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল। রাজ্যের শাসক দলের অভিযোগ, এলাকা দখলের জন্য বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলার ঘটনা ঘটেছে। শাসক দলের অভিযোগ এলাকা দখলের জন্য বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালিয়েছে। অন্যদিকে বিজেপি দাবি করে তৃণমূলের অন্তর্দ্বন্দ্বেই এই খুন। এর সঙ্গে গেরুয়া শিবিরের কোন সম্পর্ক নেই। অভিযোগ খারিজ করে দিয়েছে বিজেপি। তাদের দাবি,তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের কারণে এই খুন। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার।

আরও পড়ুন: বিজেপি সহ বিরোধী দল থেকে প্রায় ১৯০০ জন কর্মী সমর্থকের তৃনমূলে যোগদান

জানা গেছে, বাইকে করে ফেরার সময় অসীম দাসকে কেউ ‘দাদা’ বলে ডাকে। ডাক শুনে থামতেই একজন এগিয়ে এসে খুব কাছ থেকে অসীম দাসকে লক্ষ্য করে গুলি চালায়। তারপর বাইকে চড়ে আততায়ীরা ফেরার হয়ে যায়। গুলির শব্দ শুনে ছুটে আসেন স্থানীয় লোকজন। তাঁরা অসীম দাসকে হাসপাতালে নিয়ে যান। সেই সময় পুলিশও ঘটনাস্থলে চলে আসে।

আরও পড়ুন: Trinamool protest stage: গান্ধিমূর্তির পাদদেশে তৃণমূলের মঞ্চ খুলছিল সেনা, খবর পেয়েই পৌঁছলেন মমতা

পুলিশের অনুমান, আততায়ী অসীম দাসের পরিচিত। সেজন্য তার কন্ঠস্বর শুনে তিনি দাঁড়িয়ে পড়েন। ঘটনার সঙ্গে রাজনীতির যোগ রয়েছে কিনা, বা ব্যক্তিগত কারণে এই খুন, তা খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন: Trinamool Congress: যৌথ সংসদীয় কমিটি বয়কটের সিদ্ধান্ত তৃণমূলের