০১ অক্টোবর ২০২৫, বুধবার, ১৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

দেওয়াল লিখনের মধ্যে দিয়ে জয়নগরে ভোটের প্রচার শুরু তৃণমূলের

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৮ মার্চ ২০২৩, শনিবার
  • / 78

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,  জয়নগর: আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোটের দিন এখনও ঘোষণা হয়নি। আর তার আগেই দেওয়াল লিখনের মধ্যে দিয়ে জয়নগরে প্রচার শুরু তৃণমূল কংগ্রেসের। এখনও পর্যন্ত সরকারিভাবে পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি। সরকারি স্তরে নির্বাচন নিয়ে সেভাবে প্রস্তুতি দেখা যাচ্ছে না।

যদিও তৃণমূল শিবির থেকে বিজেপি শিবির সবাই তাঁরা কিন্তু নিজেদের দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা করতে বিভিন্ন বুথে বুথে তাঁরা প্রথম পর্যায়ের প্রস্তুতি শুরু করেছে। তবে তৃনমূল কোমর বেঁধে লেগে পড়েছে দেওয়াল লিখনের কাজে।

আরও পড়ুন: বিজেপি সহ বিরোধী দল থেকে প্রায় ১৯০০ জন কর্মী সমর্থকের তৃনমূলে যোগদান

আর শনিবার এমনই চিত্র উঠে এল জয়নগর বিধানসভার বিভিন্ন পঞ্চায়েত এলাকায়। যদিও দেওয়ালের কোথাও দলীয় প্রতীক এঁকে আবার কোথাও দেওয়ালে চুইং কাম করার পর দলীয় নাম লিখে রাখছি আগেভাগে। তবে প্রার্থীর নাম ঘোষণা না হওয়ার ওই অংশ ফাঁকাই থাকছে।এই ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের পরিসংখ্যান অনুযায়ী বলা যায় যে এলাকায় যে দলের দেওয়াল লিখন বেশি থাকবে, তাঁরাই ওই এলাকায় বেশি ক্ষমতাশীল এবং জয়লাভ করার ক্ষেএে অনেকটাই এগিয়ে থাকে বলে মনে করা হয় রাজনৈতিক প্রেক্ষাপটে।আর শনিবার এ বিষয়ে জয়নগরের এক স্থানীয় তৃণমূল নেতৃত্ব তুহিন বিশ্বাস বলেন এখনও প্রার্থীর নাম ঘোষণা না হওয়ায় কোনও মুখকে সামনে না রেখেই প্রচার চলছে।

আরও পড়ুন: Trinamool protest stage: গান্ধিমূর্তির পাদদেশে তৃণমূলের মঞ্চ খুলছিল সেনা, খবর পেয়েই পৌঁছলেন মমতা

তাছাড়া তিনি এ ও বলেন শুধু নির্বাচনের সময় নয় আমরা সারা বছর প্রতিটা দিন মানুষের পাশে থাকি। সরকারি বিভিন্ন প্রকল্প নিয়েই প্রচার চালাই। আর সামনে পঞ্চায়েত নির্বাচন থাকায় প্রচারে শুধু ভোটের বিষয় যোগ করেছি। তিনি আরও বলেন,  দলীয় প্রার্থী কে হবে সেটা বড় কথা নয় উপর নেতৃত্ব যেটা সিদ্ধান্ত করে পাঠাবে তাঁর উপরেই আমাদের চলবে প্রচার। তাই তার আগেই প্রচারের কিছুটা কাজ এগিয়ে রাখা হল।

আরও পড়ুন: Trinamool Congress: যৌথ সংসদীয় কমিটি বয়কটের সিদ্ধান্ত তৃণমূলের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দেওয়াল লিখনের মধ্যে দিয়ে জয়নগরে ভোটের প্রচার শুরু তৃণমূলের

আপডেট : ১৮ মার্চ ২০২৩, শনিবার

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,  জয়নগর: আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোটের দিন এখনও ঘোষণা হয়নি। আর তার আগেই দেওয়াল লিখনের মধ্যে দিয়ে জয়নগরে প্রচার শুরু তৃণমূল কংগ্রেসের। এখনও পর্যন্ত সরকারিভাবে পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি। সরকারি স্তরে নির্বাচন নিয়ে সেভাবে প্রস্তুতি দেখা যাচ্ছে না।

যদিও তৃণমূল শিবির থেকে বিজেপি শিবির সবাই তাঁরা কিন্তু নিজেদের দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা করতে বিভিন্ন বুথে বুথে তাঁরা প্রথম পর্যায়ের প্রস্তুতি শুরু করেছে। তবে তৃনমূল কোমর বেঁধে লেগে পড়েছে দেওয়াল লিখনের কাজে।

আরও পড়ুন: বিজেপি সহ বিরোধী দল থেকে প্রায় ১৯০০ জন কর্মী সমর্থকের তৃনমূলে যোগদান

আর শনিবার এমনই চিত্র উঠে এল জয়নগর বিধানসভার বিভিন্ন পঞ্চায়েত এলাকায়। যদিও দেওয়ালের কোথাও দলীয় প্রতীক এঁকে আবার কোথাও দেওয়ালে চুইং কাম করার পর দলীয় নাম লিখে রাখছি আগেভাগে। তবে প্রার্থীর নাম ঘোষণা না হওয়ার ওই অংশ ফাঁকাই থাকছে।এই ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের পরিসংখ্যান অনুযায়ী বলা যায় যে এলাকায় যে দলের দেওয়াল লিখন বেশি থাকবে, তাঁরাই ওই এলাকায় বেশি ক্ষমতাশীল এবং জয়লাভ করার ক্ষেএে অনেকটাই এগিয়ে থাকে বলে মনে করা হয় রাজনৈতিক প্রেক্ষাপটে।আর শনিবার এ বিষয়ে জয়নগরের এক স্থানীয় তৃণমূল নেতৃত্ব তুহিন বিশ্বাস বলেন এখনও প্রার্থীর নাম ঘোষণা না হওয়ায় কোনও মুখকে সামনে না রেখেই প্রচার চলছে।

আরও পড়ুন: Trinamool protest stage: গান্ধিমূর্তির পাদদেশে তৃণমূলের মঞ্চ খুলছিল সেনা, খবর পেয়েই পৌঁছলেন মমতা

তাছাড়া তিনি এ ও বলেন শুধু নির্বাচনের সময় নয় আমরা সারা বছর প্রতিটা দিন মানুষের পাশে থাকি। সরকারি বিভিন্ন প্রকল্প নিয়েই প্রচার চালাই। আর সামনে পঞ্চায়েত নির্বাচন থাকায় প্রচারে শুধু ভোটের বিষয় যোগ করেছি। তিনি আরও বলেন,  দলীয় প্রার্থী কে হবে সেটা বড় কথা নয় উপর নেতৃত্ব যেটা সিদ্ধান্ত করে পাঠাবে তাঁর উপরেই আমাদের চলবে প্রচার। তাই তার আগেই প্রচারের কিছুটা কাজ এগিয়ে রাখা হল।

আরও পড়ুন: Trinamool Congress: যৌথ সংসদীয় কমিটি বয়কটের সিদ্ধান্ত তৃণমূলের