রাজস্থানে ট্রাক ড্রাইভারকে ঘিরে ধরে গণপিটুনি, নির্মম মারধরে মৃত্যু যুবকের
- আপডেট : ৩১ অক্টোবর ২০২৫, শুক্রবার
- / 211
পুবের কলম, ওয়েবডেস্ক: রাজস্থানে ট্রাক ড্রাইভারকে ঘিরে ধরে চলল গণপিটুনি। একটি দল তার মোটর সাইকেল থামিয়ে লাঠি, লোহার রড এবং ফ্রেঞ্চ বেল্ট দিয়ে তার উপর আক্রমণ করে বলে অভিযোগ। যার জেরে মৃত্যু হয়েছে ট্রাক ড্রাইভার সময় দীনের। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে রাজস্থানে খয়েরথালের বিলাসপুরে ট্রাক পার্কে।
জানা গিয়েছে, মঙ্গলবার রাত সাড়ে ১১টা নাগাদ গ্রামে ফিরছিলেন ২৯ বছর বয়সী সময় দীন। সেই সময় একদল ব্যক্তি সময়কে ঘিরে লাঠি, লোহার রড এবং ফ্রেঞ্চ বেল্ট দিয়ে তার উপর আক্রমণ করে। গুরুতর অসুস্থ হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নিহতের ভাই তাহির খান। তার অভিযোগে, আক্রমণের পরে আহত সময় দীনকে পঞ্চায়েত প্রধানের বাড়িতে নিয়ে যাওয়া হয়। যেখানে তাঁকে আরও নির্মমভাবে মারধর করা হয়। সময়ের শরীর ক্ষতবিক্ষত হয়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তার মৃত্যু হয়।











































