বীরভূমের সিউড়ি বিধানসভা
মুসলিম ভোটারদের মৃত বলে বাদ দেওয়ার চেষ্টা অভিযোগ বিজেপির বিরুদ্ধে, দাবি তৃণমূলের

- আপডেট : ১০ জুলাই ২০২৫, বৃহস্পতিবার
- / 132
কৌশিক সালুই, বীরভূম:- বেছে বেছে সংখ্যালঘু মুসলিমদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সিউড়ি বিধানসভা এলাকায় । স্থানীয় তৃণমূল কংগ্রেস বিধায়ক বিকাশ রায় চৌধুরী ঘটনার প্রকৃত তদন্তের দাবী জানিয়েছেন।
বৃহস্পতিবার জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে জেলাশাসকের পক্ষ থেকে।
তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গিয়েছে সিউড়ি বিধানসভার ৩৭২ জন ভোটার মৃত বলে তালিকা থেকে বাদ দেওয়ার দাবি বিজেপির পক্ষ থেকে নির্বাচন কমিশনে জানানো হয়েছিল। সেই তালিকা ধরে নির্বাচন কমিশন ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তদন্ত শুরু করতেই বিষয়টি তৃণমূল কংগ্রেসের নজরে আসে।
সেখানে দেখা যায় সেই ৩৭২ জনের মধ্যে মাত্র ১৮ জন মৃত বাকি ৩৫৪ জন জীবিত। অদ্ভুতভাবে সকলেই সংখ্যালঘু মুসলিম। বর্তমানে সিউড়ি বিধানসভার মোট ভোটার সংখ্যা ২৭২০৯৫ জন। এদের মধ্যে এক লক্ষ ৩৬ হাজার ২৬৭ জন পুরুষ এবং এক লক্ষ ৩৫ হাজার ৮২৮ জন মহিলা।
সংখ্যালঘু ভোটার সংখ্যা প্রায় ৩৩ শতাংশ। সিউড়ি বিধানসভার রাজনগর ব্লকের খোদাইবাগ এলাকার ২৮ নম্বর বুথে ৮৫ জনকে মৃত বলে দেখানো হয়েছে। সিউড়ি শহরের ১২ নম্বর ওয়ার্ডের ১৪০ নম্বর বুথের ৩৭ জন মৃত বলে দেখানো হয়েছে। এছাড়াও শহরের চার এবং ১৫ নম্বর বুথে বহু সংখ্যালঘু ভোটারদের মৃত বলে দেখানো হয়েছিল।
এছাড়াও সাহাপুর, ভুরকুনা, আলুন্দা, ভবানীপুর এলাকায় একইভাবে মুসলিম ভোটারদের বাদ দেওয়ার চেষ্টা হয়েছিল বিজেপির পক্ষ থেকে বলে তৃণমূলের অভিযোগ। এদিন সংশ্লিষ্ট এলাকার জীবিত অথচ মৃত বলে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার আবেদন করা হয়েছিল সেই সমস্ত ভোটাররা সিউড়ি তৃণমূল কংগ্রেস কার্যালয়ে বিধায়ক বিকাশ রায় চৌধুরীর দরবারে হাজির হন।
সকলেই আশঙ্কাতে ভুগছেন যেভাবে বাংলা থেকে কাজ করতে যাওয়া মুসলিমদের উপর বিজেপি শাসিত অন্যান্য রাজ্যে বাংলাদেশী তকমা দিয়ে সে দেশে পাঠানো বা পাঠানোর চেষ্টা সেরকমই তাদের উপর ভবিষ্যতে করতে পারে বিজেপি। যদিও তৃণমূল কংগ্রেসের দাবি তাদের তৎপরতার ফলে বিজেপির এই অপচেষ্টা বাঞ্চাল হয়েছে। এদিন সিউড়ি তৃণমূল কংগ্রেস দলীয় কার্যালয়ে জুনেদপুর গ্রাম থেকে প্রায় 80 বছর বয়সী জুবেদ শেখ, সিউড়ি শহরের ১৫ নম্বর ওয়ার্ড থেকে ৮৭ বছর বয়সী জিয়াউদ্দিন আহমেদ, ৮১ বছর বয়সী শামসের নং হোদারা উদ্বেগ নিয়ে হাজির হন।
তারা আশঙ্কা করছেন সরকারি সুযোগ-সুবিধা থেকে বাদ পড়ে যাবেন না তো। বিধায়ক বিকাশ রায় চৌধুরী বলেন,”এইভাবে সংখ্যালঘু মুসলিমদের ভোটার তালিকা থেকে বাদ দিয়ে বিজেপির অপচেষ্টা আমরা রুখেছি।
অবিলম্বে বিষয়টি নিয়ে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছি জেলার মুখ্য নির্বাচন আধিকারিক তথা জেলা শাসকের কাছে। তিনি বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন”। জেলাশাসক বিধান রায় বলেন,”বিষয়টি নিয়ে যথাযথ তদন্ত করা হবে এবং প্রকৃত ভোটারদের ভোটাধিকার দিতে কোনভাবেই বঞ্চিত না হয় তার জন্য নির্বাচন কমিশন বদ্ধপরিকর”।