০১ অক্টোবর ২০২৫, বুধবার, ১৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

আখনুরে আইইডি বিস্ফোরণে মৃত ২ জওয়ান

ইমামা খাতুন
  • আপডেট : ১১ ফেব্রুয়ারী ২০২৫, মঙ্গলবার
  • / 180

শ্রীনগর, ১১ ফেব্রুয়ারিঃ জম্মু-কাশ্মীরের আখনুরে আইইডি বিস্ফোরণে দুই সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। নিয়ন্ত্রণরেখায় টহল দেওয়ার সময় আইইডি বিস্ফোরণে ২ জওয়ানের মৃত্যু হয়। আহত এক জওয়ান হাসপাতালে চিকিৎসাধীন।

মঙ্গলবার সন্ত্রাসী হামলা প্রসঙ্গে ভারতীয় সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, এলওসির কাছে আখনুর সেক্টরে আইইডি বিস্ফোরণে তিন জওয়ান আহত হন। হাসপাতালে চিকিৎসা চলাকালীন দুই জওয়ানের মৃত্যু হয়। নিয়ন্ত্রণরেখায় টহল দেওয়ার সময় এই হামলার ঘটনা ঘটে। এলাকায় বাহিনী তল্লাশি চালাচ্ছে।

আরও পড়ুন: কাশ্মীরের আপেল চাষিদের জন্য রেলের ‘Apple Express’

পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, মঙ্গলবার বিকাল সাড়ে ৩টের দিকে জম্মুর খুর থানার কেরি বট্টল এলাকায় এই হামলার ঘটনা ঘটে। সেনাকর্তারা জানিয়েছেন, আইইডি বিস্ফোরণে নিয়ন্ত্রণরেখায় টহলরত তিন জওয়ান আহত হয়েছিলেন। হাসপাতালে দুই জওয়ানের মৃত্যু হয়েছে। অপর এক জওয়ান হাসপাতালে চিকিৎসাধীন। খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছয় বাহিনী।

আরও পড়ুন: kulgam encounter: কুলগাঁও-র ঘন জঙ্গলে সেনা-জঙ্গির গুলির লড়াই

এর আগে সোমবার, হোয়াইট নাইট কর্পসের জেনারেল অফিসার কমান্ডিং এবং লেফটেন্যান্ট জেনারেল নবীন সচদেবা রাজৌরি জেলায় নিয়ন্ত্রণরেখায় সংঘটিত আন্তঃসীমান্ত সন্ত্রাসী কার্যকলাপ সম্পর্কে পর্যালোচনা করেছিলেন।

আরও পড়ুন: আগামী সপ্তাহে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সঙ্গে থাকছেন অজিত ডোভাল ও রাজনাথ সিং

দু’দিন আগে রাজৌরি জেলার কেরি সেক্টরে সন্ত্রাসীদের গুলি চালানোর কথা জানিয়েছিল সেনাবাহিনী। একই সময়ে গোয়েন্দা সংস্থাগুলি নিয়ন্ত্রণরেখার ওপারে লঞ্চ প্যাডে প্রায় ১০০ সন্ত্রাসবাদী লুকিয়ে থাকার সম্ভাবনার কথা জানিয়েছে।

https://puberkalom.com/mohun-bagan-defeats-mohammedan-in-junior-league/

https://youtu.be/3QOq5qLeYtM

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আখনুরে আইইডি বিস্ফোরণে মৃত ২ জওয়ান

আপডেট : ১১ ফেব্রুয়ারী ২০২৫, মঙ্গলবার

শ্রীনগর, ১১ ফেব্রুয়ারিঃ জম্মু-কাশ্মীরের আখনুরে আইইডি বিস্ফোরণে দুই সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। নিয়ন্ত্রণরেখায় টহল দেওয়ার সময় আইইডি বিস্ফোরণে ২ জওয়ানের মৃত্যু হয়। আহত এক জওয়ান হাসপাতালে চিকিৎসাধীন।

মঙ্গলবার সন্ত্রাসী হামলা প্রসঙ্গে ভারতীয় সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, এলওসির কাছে আখনুর সেক্টরে আইইডি বিস্ফোরণে তিন জওয়ান আহত হন। হাসপাতালে চিকিৎসা চলাকালীন দুই জওয়ানের মৃত্যু হয়। নিয়ন্ত্রণরেখায় টহল দেওয়ার সময় এই হামলার ঘটনা ঘটে। এলাকায় বাহিনী তল্লাশি চালাচ্ছে।

আরও পড়ুন: কাশ্মীরের আপেল চাষিদের জন্য রেলের ‘Apple Express’

পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, মঙ্গলবার বিকাল সাড়ে ৩টের দিকে জম্মুর খুর থানার কেরি বট্টল এলাকায় এই হামলার ঘটনা ঘটে। সেনাকর্তারা জানিয়েছেন, আইইডি বিস্ফোরণে নিয়ন্ত্রণরেখায় টহলরত তিন জওয়ান আহত হয়েছিলেন। হাসপাতালে দুই জওয়ানের মৃত্যু হয়েছে। অপর এক জওয়ান হাসপাতালে চিকিৎসাধীন। খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছয় বাহিনী।

আরও পড়ুন: kulgam encounter: কুলগাঁও-র ঘন জঙ্গলে সেনা-জঙ্গির গুলির লড়াই

এর আগে সোমবার, হোয়াইট নাইট কর্পসের জেনারেল অফিসার কমান্ডিং এবং লেফটেন্যান্ট জেনারেল নবীন সচদেবা রাজৌরি জেলায় নিয়ন্ত্রণরেখায় সংঘটিত আন্তঃসীমান্ত সন্ত্রাসী কার্যকলাপ সম্পর্কে পর্যালোচনা করেছিলেন।

আরও পড়ুন: আগামী সপ্তাহে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সঙ্গে থাকছেন অজিত ডোভাল ও রাজনাথ সিং

দু’দিন আগে রাজৌরি জেলার কেরি সেক্টরে সন্ত্রাসীদের গুলি চালানোর কথা জানিয়েছিল সেনাবাহিনী। একই সময়ে গোয়েন্দা সংস্থাগুলি নিয়ন্ত্রণরেখার ওপারে লঞ্চ প্যাডে প্রায় ১০০ সন্ত্রাসবাদী লুকিয়ে থাকার সম্ভাবনার কথা জানিয়েছে।

https://puberkalom.com/mohun-bagan-defeats-mohammedan-in-junior-league/

https://youtu.be/3QOq5qLeYtM