হাইকোর্টের গেটে শরীরে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা দুই মহিলার

- আপডেট : ১২ অগাস্ট ২০২৫, মঙ্গলবার
- / 23
পুবের কলম ওয়েবডেস্ক : মঙ্গলবার সকালেই চাঞ্চল্যকর ঘটনা ঘটল কলকাতা হাইকোর্টের গেটের সামনে। দক্ষিণ ২৪ পরগনার দুই মহিলা গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন। তবে পুলিশের তৎপরতায় শেষ পর্যন্ত রক্ষা পান তাঁরা। বর্তমানে এসএসকেএম হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে তাঁদের চিকিৎসা চলছে ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দুই মহিলা পূর্ণিমা হালদার এবং তাঁর সহযাত্রী আমগাছিয়া সৃষ্টি সংঘ প্রাথমিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেড-এর সদস্য। ২০১৭ সালে গঠিত এই কো-অপারেটিভের ২০২৫ সালে নির্বাচন হয়। অভিযোগ, সেই নির্বাচনে ভোটার তালিকা থেকে তাঁদের নাম বাদ যায়। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ পুনরায় ভোটার তালিকা প্রকাশের নির্দেশ দিলেও সমবায় কর্তৃপক্ষ তা কার্যকর করেনি বলে দাবি সদস্যদের ।
শুধু তাই নয়, অভিযুক্ত সমবায় সংস্থা দীর্ঘদিন ধরে মোটা সুদের আশ্বাসে সদস্যদের কাছ থেকে অর্থ সংগ্রহ করেছে, কিন্তু পরে টাকা ফেরত দেয়নি। এই আর্থিক ক্ষতি ও নির্বাচনী বঞ্চনার প্রতিবাদেই আত্মহত্যার পথ বেছে নেন পূর্ণিমা ও তাঁর সঙ্গিনী। ঘটনার পর পুলিশ দ্রুত তাঁদের এসএসকেএম হাসপাতালে নিয়ে যায়। ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি হাসপাতালে এসে ঘটনার খোঁজখবর নেন। প্রাথমিক চিকিৎসার পরও পূর্ণিমা হালদার ইমার্জেন্সি ওয়ার্ডেই রয়েছেন। পরে পুলিশ তাঁদের হেয়ার স্ট্রিট থানায় নিয়ে যায় আরও জিজ্ঞাসাবাদের জন্য ।